বেকরত্বে জর্জরিত বাংলায় কর্মসংস্থানের দিশা ! মুকেশ আম্বানি দিঘায় নিয়ে আসছে Jio হাব

বাংলাহান্ট ডেস্কঃ jio বাংলার দীঘায় (digha) গড়ে তুলতে চলেছে বিশাল জিও হাব। যার ফলে বেকারত্বে জর্জরিত বাংলার বেশ কিছু তরুন তরুনী পাবে কর্মসংস্থান। পাশাপাশি বাড়বে ইন্টারনেট স্পিডও।

reliance jio users 1575698829

বুধবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, দিঘায় এই জিও হাব হলে তা উত্তর-পূর্ব ভারতের সমস্ত সাইবার কোম্পানির জন‍্য খুব সুবিধা হবে।

উচ্চগতির ইন্টারনেট ও ডেটা ট্রান্সফারের পরিকাঠামো দিতে তৈরি হয় এই ল্যান্ডিং স্টেশন। এর আগে ভারতের অন্য দুই প্রধান শহর চেন্নাই ও মুম্বাইয়ে এই ল্যান্ডিং স্টেশন বানিয়েছে জিও। এবার সেই তালিকায় যোগ হল বাংলাও। এই প্রকল্পে বাংলায় ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে মুকেশ আম্বানির সংস্থা।

মমতা ব্যানার্জির সরকার মনে করছে এই হাব হলে ইনফর্মেশন টেকনোলজি (আইটি) এবং ইনফর্মেশন টেকনোলজি এনাবেলড সার্ভিসেস (আইটিইএস) হাব গড়ার দিকে রাজ্য আরো এক কদম এগিয়ে যাবে।

পাশাপাশি, এই ঘোষনায় তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে অনেক কর্মসংস্থান দেখছেন অনেকে। এই মুহুর্তে বাংলা বেকারত্বের যন্ত্রনায় জর্জরিত। অনেককেই রুটি রুজির টানে পাড়ি দিতে হয় ভিন রাজ্যে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মীদের এবার অনেকেই নিজের রাজ্যে কাজ করতে পারবে বলে মনে করছে বিভিন্ন মহল।

প্রসঙ্গত, অন্যান্য টেলিকম সংস্থাগুলি যখন করোনা সমস্যায় জেরবার তখন বেড়েই চলেছে জিও এর গ্রাহক সংখ্যা। শুধু মে মাসে ৩৭ লক্ষের বেশি নতুন গ্রাহক পেয়েছে জিও। অন্যদিকে সমস্যায় জর্জরিত এয়ারটেল, ভোডাফোন,  আইডিয়া বাধ্য হয়েছে রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে

সম্পর্কিত খবর