বাংলা হাট ডেস্কঃ টেলিকমের দুনিয়ায় প্রবেশের সাথে সাথেই রীতিমত সাড়া ফেলে দিয়েছিল জিও। সারাদেশকে গোটা এক বছর ফ্রি ইন্টারনেট এবং কলিং পরিষেবা দিয়ে গ্রাহকদের পছন্দই বদলে দিয়েছিল তারা। যার ফলে জিওর কাছে পিছিয়ে পড়েছিল অন্য অনেক টেলিকম সংস্থাই। ফের একবার লকডাউনের কথা মাথায় রেখে বেশ কিছু দুর্দান্ত অফার নিয়ে এলো রিলায়েন্স জিও।
এই মুহূর্তে লকডাউনে সমস্ত কাজই প্রায় অনলাইন। আর সেই কারণে ডেটার খরচও হচ্ছে বেশি, এই মুহূর্তে ডাটা যখন হয়ে উঠেছে রীতিমতো মহার্ঘ বস্তু। তখন কম খরচে হাই স্পিড ইন্টারনেট ব্যবহারের জন্য বেশ কিছু সস্তা অফার রয়েছে জিওর কাছে। যাতে গাহকদের পকেটও বাঁচবে সাথে বাঁচবে সময়ও। আসুন দেখে নেওয়া যাক এ ধরনের বেশ কিছু অফার।
জিও ৯৮ টাকার রিচার্জ প্ল্যানঃ
এই প্ল্যানটি রিচার্জ করলে ১০০ টাকারও কমে গ্রাহকরা পেয়ে যেতে পারেন প্রত্যেকদিন ১.৫ জিবি ইন্টারনেট ব্যবহার করার সুবিধা। শুধু তাই নয় জিও নিউজ, জিও সিনেমা, জিও টিভি, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউড সমস্ত অ্যাপেই ফ্রী সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন আপনি। যেখানে আপনি খরচ করতে পারবেন মোট ২১ জিবি ডাটা। সাথে যে কোন নেটওয়ার্কে বিনামূল্যে কল তো রয়েছেই। তবে মাথায় রাখবেন এই প্ল্যানটির মেয়াদ মাত্র ১৪ দিন।
জিও ৫৯৯ টাকার রিচার্জ প্ল্যানঃ
৮৪ দিনের জন্য প্রতিদিন দু জিবি করে ডাটা পেতে আপনি ব্যবহার করতে পারেন ৫৯৯ টাকার এই প্লানটি। এক্ষেত্রে যে কোন নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা তো রয়েছেই সাথে আপনি পাঠাতে পারবেন প্রতিদিন ১০০ টি এস এম এসও। এছাড়া রয়েছে জিও নিউজ, জিও সিনেমা, জিও টিভি, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউড সমস্ত অ্যাপেই ফ্রী সাবস্ক্রিপশনও।
জিও ১৪৯ টাকার রিচার্জ প্ল্যানঃ
আপনার ডাটা খরচ কিছুটা কম হলে আপনি ব্যবহার করতে পারেন জিওর ১৪৯ টাকার এই প্ল্যান। এক্ষেত্রে প্রতিদিন ১ জিবি ডাটা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন আপনি। এছাড়া রয়েছে বিনামূল্যে যে কোন নেটওয়ার্কে কল করার সুবিধা এবং ১০০ টি এস এম এসও। তবে মনে রাখবেন এর বৈধতা শুধুমাত্র ২৪ দিন। তবে সে ক্ষেত্রে আপনি পাচ্ছেন মোট ২৮ জিবি ডেটা।
জিও ১৯৯ টাকার রিচার্জ প্ল্যান :
ডাটা খরচ কিছুটা বেশি হলে ব্যবহার করা যেতে পারে জিওর ১৯৯ টাকার প্ল্যানও। এক্ষেত্রে বৈধতা ২৮ দিন হলেও এক্ষেত্রে আপনি পাবেন প্রত্যেক দিন ১.৫ জিবি ডাটা ব্যবহার করার সুযোগ। অর্থাৎ ৪২ জিবি ডাটা এক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আপনি। সঙ্গে রয়েছে যে কোন নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা। বিশ্বের যেকোন প্রান্তে পাঠাতে পারবেন ১০০ টি এস এম এসও।