এবার 5G-তে আসছে আরও বড় ধামাকা, তরতরিয়ে বাড়বে স্পিড! নতুন পরিষেবা শুরু Jio-র

বাংলা হান্ট ডেস্ক : ধীরে ধীরে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে 5G নেটওয়ার্ক। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে Jio এবং Airtel। দুই কোম্পানি তাদের 5G নেটওয়ার্কের জাল ছড়িয়েছে সারাদেশে। মূলত Tier I অথবা Metro City দিয়ে শুরু করলেও ধীরে ধীরে নেটওয়ার্ক বেড়েছে সমস্ত স্থানেই। আর স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুকেশ আম্বানির জিও এই নিয়ে একটি বড় ঘোষণা করেছে।

জিও গতকাল অর্থাৎ 14 আগস্ট 5G সংযোগ নিয়ে একটি বড়সড় বার্তার ঘোষণা করে। সেখানে তারা জানিয়েছে, 22টি টেলিকম সার্কেলে লাইসেন্স সুবিধার মাধ্যমে 5G পরিষেবা শুরু করতে চলেছে তারা। উল্লেখ্য, 26 GHz নেটওয়ার্ক ওয়েভে 5G পরিষেবা শুরু করেছে জিও। এছাড়া জিও 5G নেটওর্য়াক প্রতি সেকেন্ডে 2GB পর্যন্ত রেকর্ড গতির ইন্টারনেট পরিষেবা দিতে সক্ষম হয়েছে।

5G বা জিওর পরিভাষায় ‘True 5G’ পরিষেবা মেলে একটি নির্দিষ্ট রেডিও ওয়েভে। সেটিকে মিলিমিটার ওয়েভ বলা হয়ে থাকে। প্রতিটি ব্যবহারকারীদের জন্যই ডেডিকেটেড স্পেকট্রামের মতো কাজ করে এই তরঙ্গ দৈর্ঘ্য। বাকিরা 4G+ এর তরঙ্গদৈর্ঘ্যে 5G পরিষেবা প্রদান করলেও জিও একমাত্র সমস্ত সার্কেলে 26GHz মিমি-ওয়েভ স্পেকট্রাম ব্যবহার করেছে। এর ফলে হাই স্পিড ইন্টারনেটের সুবিধা ভোগ করছেন গ্রাহকরা।

আরও পড়ুন : Vi-র ধামাকাদার অফার, 50GB ডেটার সঙ্গে ১ বছরের রিচার্জ ফ্রি! এইভাবে নিন সুবিধা

reliance jio

তবে শুধু ব্যক্তিগত ব্যবহারই নয়, জিওর তরফে এও বলা হয়েছে যে, তারা বিভিন্ন ফার্ম এবং অন্যান্য ব্যবহারকারীদেরও 5G নেটওয়ার্কের সুবিধা প্রদান করবে। বিষয়টি নিয়ে মুখ খোলেন জিওর চেয়ারম্যান আকাশ আম্বানি। তিনি বলেন, ভারত সরকার, টেলিকম কোম্পানি এবং ভারতের 1.4 বিলিয়ন জনগণের প্রতি তার প্রতিশ্রুতির কথা মাথায় রেখে উচ্চমানের 5G পরিষেবার ক্ষেত্রে এই ঘোষণা করতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন। উল্লেখ্য, চলতি বছরের শেষের মধ্যেই সারাদেশে 5G নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ জিও।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর