বাংলাহান্ট ডেস্কঃ বাজারে আসার পর টেলিকম ইন্ডাস্ট্রি প্রায় বেশীর ভাগটাই নিজের দখলে নিয়ে নিয়েছে জিও। নিত্যনতুন প্লান এনে জিও সবসময়ই গ্রাহকদের খুব পছন্দের টেলিকম পরিষেবা হয়ে উঠেছে। অপরদিকে ভারতী এয়ারটেল সহ অন্যান্য টেলিকম সংস্থা যথেষ্ট প্রতিযোগিতার সামনে ফেলেছে জিও কে। অনেক ক্ষেত্রে জিও এর আগেই তারা অভিনব সুবিধা নিয়ে আসছে।
ডিসেম্বরের প্রথম মাসেই দাম প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছে বেসরকারী সংস্থা এয়ারটেল, ভোদাফোন ও জিও। এই সংস্থাগুলির প্রিপেড প্ল্যানের দাম বেড়েছিল ৪০ শতাংশেরও ওপরে। কিন্তু গ্রাহকের অসুবিধার কথা চিন্তা করে সেই প্লান বাড়ার একমাসের মধ্যেই বড়দিনে জিও নিয়ে এসেছিল নতুন মেগা অফার। এবার আবার চমক দিল জিও।
১২৫ টাকার একটি নতুন অফার বাজারে নিয়ে এসেছে জিও। যার বৈধতা ২৮ দিন। প্রতিদিন ৫০০ এম বি করে ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহক। একই সাথে থাকছে ১০০ টি এস এম এস ও আনলিমিটেড জিও টু জিও কলিং। অন্যান্য নেটওয়ার্কে বিনা পয়সায় কল করা যাবে ৫০০ মিনিট।
এক নজরে দেখে নিন জিও এর ২৮ দিনের অন্যান্য প্লানগুলিঃ
১২৯ টাকার প্লান – আনলিমিটেড জিও টু জিও, জিও থেকে অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট, ২ জি. বি. করে ৪জি ডেটা। বৈধতা ২৮ দিন।
১৯৯ টাকার প্লান – আনলিমিটেড জিও টু জিও, জিও থেকে অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট,প্রতিদিন ১.৫ জি. বি. করে ৪জি ডেটা। বৈধতা ২৮ দিন।
২৪৯ টাকার প্লান – আনলিমিটেড জিও টু জিও, জিও থেকে অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট,প্রতিদিন ২ জি. বি. করে ৪জি ডেটা । বৈধতা ২৮ দিন।
৩৪৯ টাকার প্লান- আনলিমিটেড জিও টু জিও, জিও থেকে অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট,প্রতিদিন ৩ জি. বি. করে ৪জি ডেট। বৈধতা ২৮ দিন।