বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান দিনে সমস্ত টেলিকম সংস্থাগুলোই তাঁদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। আর সেই কারণেই এই দুর্মূল্যের বাজারে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। কিন্তু সেসবের মধ্যেও সাধারণের কথা চিন্তা করে কিছু সস্তার প্ল্যান নিয়ে এসেছে আম্বানির সংস্থা জিও (Jio), যেখানে ২০০ টাকার নিচে রয়েছে রিচার্জ প্ল্যান। তবে এই রিচার্জ প্ল্যান শুধুমাত্র JioPhone-র ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
নতুন একটি অল-ইন-ওয়ান প্ল্যান চালু করেছে জিও, যার দাম ১৫২ টাকা। যেখানে গ্রাহক পাচ্ছেন আনলিমিটেড কলের সঙ্গে 300 টি SMS-র সুবিধা। সঙ্গে থাকছে দৈনিক 0.5GB ডেটা এবং Jio অ্যাপগুলিতে বিনামূল্যে অ্যাক্সেসের সুবিধা। বৈধতা থাকছে ২৮ দিনের।
পূর্বে JioPhone অল-ইন-ওয়ান প্ল্যান-র মূল্য ছিল ১৫৫ টাকা। বর্তমানে সেটিকে বাড়িয়ে ১৮৬ টাকা করা হয়েছে। এক্ষেত্রে গ্রাহক পাচ্ছেন দৈনিক 1GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল, Jio অ্যাপে বিনামূল্যে অ্যাক্সেসের সুবিধার সঙ্গে প্রতিদিন 100টি SMS। বৈধতা থাকছে ২৮ দিন।
অপর একটি প্ল্যান যেখানে ১৮৬ টাকা থেকে রিচার্জ প্ল্যান বাড়িয়ে করা হয়েছে ২২২ টাকা। এক্ষেত্রে দৈনিক 2GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল, Jio অ্যাপে বিনামূল্যে অ্যাক্সেসের সুবিধার সঙ্গে প্রতিদিন 100টি SMS। বৈধতা থাকছে ২৮ দিন।
আরও একটি অল-ইন-ওয়ান প্ল্যান-র রিচার্জের মূল্য ৭৪৯ টাকা থেকে বাড়িয়ে ৮৯৯ টাকা করা হয়েছে। এক্ষেত্রে দৈনিক 50 SMS, আনলিমিটেড ভয়েস কল, Jio অ্যাপে বিনামূল্যে অ্যাক্সেসের সুবিধার সঙ্গে থাকছে ৩৩৬ দিনের জন্য মোট 24GB ডেটা।
তবে এর থেকে নীচে আরও দুটি প্ল্যান রয়েছে জিও-র, ৭৫ টাকা এবং ১২৫ টাকার। সেক্ষেত্রে ৭৫ টাকা রিচার্জে গ্রাহক পাবেন 100MB ডেটার সাথে 200MB অতিরিক্ত ডেটাও অফার, 50 SMS, আনলিমিটেড ভয়েস কল, Jio অ্যাপগুলিতে অ্যাক্সেসের সুবিধার সঙ্গে ২৩ দিনের বৈধতা।
অন্যদিকে ১২৫ টাকার রিচার্জে পাবেন দৈনিক 0.5GB ডেটা অফার, 300 SMS, আনলিমিটেড ভয়েস কল, Jio অ্যাপগুলিতে অ্যাক্সেসের সুবিধার সঙ্গে ২৩ দিনের বৈধতা।