সুপার সেভিংস রিচার্জ আনল Jio! 20 টাকা কমে মিলবে 56 দিনের বৈধতার সাথে 84GB ডেটা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং ব্যয়বহুল রিচার্জ প্ল্যানের মধ্যে জিও নিয়ে এসেছে নতুন প্ল্যান। আপনিও যদি কম টাকায় বেশি বৈধতা চান তাহলে এই প্ল্যানটি আপনার কাজে লাগবে। Jio-এর বিভিন্ন দামের সাথে অনেক রিচার্জ প্ল্যান রয়েছে। দাম অনুযায়ী এর বৈধতাও আলাদা, তবে কোম্পানির কিছু প্ল্যান আছে যেগুলোতে দামের সামান্য পার্থক্য থাকলেও বৈধতার ক্ষেত্রে রয়েছে বড় পার্থক্য। এখানে আমরা Jio-এর এমনই কিছু রিচার্জ প্ল্যানের কথা বলছি, যেখানে আপনি 20 টাকার কম দিলেও দ্বিগুণ বৈধতা পাবেন।

Jio 479 টাকার প্ল্যান: এই Jio প্ল্যানটি 56 দিনের জন্য চলবে। এতে আপনি প্রতিদিন 1.5 জিবি ডেটা পাবেন। অর্থাৎ মোট 84 জিবি ডেটা ব্যবহার করা যাবে। এছাড়াও গ্রাহকরা আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS পান। প্ল্যানে Jio অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয়েছে।

অন্যদিকে,Jio-এর 499 টাকার প্ল্যান: Reliance Jio-এর 499 টাকার প্ল্যানটি 28 দিনের বৈধতার সাথে আসে। এতে আপনি মোট 2 জিবি ডেটা পাবেন। এইভাবে আপনি 56 জিবি ডেটা উপভোগ করতে পারবেন। এছাড়াও গ্রাহকরা আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS পান। বিশেষ বিষয় হল এই প্ল্যানে Jio অ্যাপের সাথে Disney + Hotstar সাবস্ক্রিপশনও দেওয়া হয়েছে 1 বছরের জন্য।

যদি আমরা দুটো প্ল্যানের মধ্যে তুলনা করি, তাহলে আপনি দেখতে পাবেন যে 479 টাকায়, আপনি 20 টাকা কম দেওয়ার পরেও 56 দিনের বৈধতা পাচ্ছেন। 499 টাকার একই প্ল্যানে পাওয়া যাচ্ছে মাত্র 28 দিনের অফার। 479 টাকায় মোট ডেটাও বেশি পাওয়া যাচ্ছে। আপনি যদি Disney + Hotstar না চান, তাহলে 479 টাকার প্ল্যানটি ভাল হচ্ছে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X