Jio-এর বিশেষ অফার! একটি রিচার্জেই চলবে দুটি ফোন, সঙ্গে ফ্রি OTT সাবস্ক্রিপশনও

বাংলা হান্ট ডেস্ক : জিও (Jio) অনেক ধরনের বিশেষ রিচার্জ (Recharge) অফার করে। কোম্পানি Jio Phone, পোস্টপেইড এবং প্রিপেইড ব্যবহারকারীদের জন্য বিভিন্ন প্ল্যান অফার করে মাঝেমধ্যেই। Jio অনেক ফ্যামিলি প্ল্যান (Family plan) অফার করে, যাতে আপনি বিভিন্ন রকমের বিকল্প পান। আপনি চাইলে দুই জনের জন্য একটি প্ল্যানও কিনতে পারেন। Jio এই ধরনের একটি প্ল্যান হল 599 টাকার স্পেশাল রিচার্জ (Recharge)। এতে মূল ব্যবহারকারী ছাড়াও একজন অতিরিক্ত ব্যবহারকারীর সিম সক্রিয় থাকবে।

এতে ব্যবহারকারীরা 100GB ডেটা পাবেন। ডেটা সীমা শেষ হওয়ার পরে, ব্যবহারকারীদের প্রতি জিবি 10 টাকা হারে ডেটা ব্যবহার করতে হবে। এই প্যানটি আসে রোল ওভার ফিচারের সাথে। অর্থাৎ আপনি পরবর্তী মাসে বা পরবর্তী বিলিং চক্রে অবশিষ্ট ডেটা ব্যবহার করতে পারবেন। এতে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100টি SMS এর সুবিধাও পাবেন।

reliance jio

শুধু তাই নয়,এরই সাথে ব্যবহারকারীরা নেটফ্লিক্স (মোবাইল প্ল্যান), অ্যামাজন প্রাইম, জিও টিভি, জিও সিকিউরিটির মতো অ্যাপগুলিতে অ্যাক্সেস পাবেন। Jio-এর এই প্ল্যানটি 5G ডেটা সাপোর্ট সহ আসে। অর্থাৎ, যদি আপনার ফোন 5G হয় এবং আপনি 5G সার্কেলে থাকেন, তাহলে আপনি 5G ডেটা ব্যবহার করার যোগ্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর