গোপনে এক দুর্দান্ত সস্তার প্ল্যান আনল JIO! মাত্র এই টাকাতেই মিলবে ২৮ দিনের আনলিমিটেড কল,ডেটা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতের বাজারে এই মুহূর্তে সবথেকে বৃহত্তম টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও (Reliance Jio)। জিও যখন ভারতের বাজারে প্রবেশ করে তখন তাদের বেশ প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি পড়তে হয়েছিল। কিন্তু জিওর আধুনিক টেকনোলজি ও সস্তার রিচার্জ প্ল্যান সহজেই সবাইকে কুপোকাত করে দিয়েছে।

বর্তমানে ভারতের টেলিকম বাজারের সিংহভাগ দখল করে রেখেছে জিও। গ্রাহকদের সন্তুষ্ট রাখতে জিওর পক্ষ থেকে মাঝেমধ্যেই আকর্ষণীয় প্ল্যান লঞ্চ করা হয়। সস্তার এই রিচার্জ প্ল্যানগুলি গ্রাহকদের সহজেই আকর্ষিত করে। এবার তেমনই একটি সস্তা রিচার্জ প্ল্যান লঞ্চ করল জিও। এই রিচার্জ প্ল্যানটির মূল্য মাত্র ১২৩ টাকা।

জিওর সব মাসিক রিচার্জ প্ল্যানগুলির মধ্যে এটি সর্বনিম্ন। গ্রাহকরা ১২৩ টাকার রিচার্জে পেয়ে যাবেন আঠাশ দিনের বৈধতা। এর সাথে থাকবে প্রতিদিন ৫০০ এমবি করে ইন্টারনেট ব্যবহারের সুযোগ। অন্যদিকে সারাদেশে আনলিমিটেড কল করার সুবিধা থাকছে এই প্ল্যানে। প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাঠানোর সুবিধা থাকবে।

এছাড়াও জিওর অন্যান্য পরিষেবাগুলিও অন্তর্ভুক্ত থাকবে এই প্ল্যানে। তবে আপনাদের জানিয়ে রাখি সাধারণ স্মার্টফোন ব্যবহারকারীরা এই রিচার্জ এর সুবিধা পাবেন না। সম্প্রতি জিওর পক্ষ থেকে যে ভারত মোবাইল লঞ্চ করা হয়েছে সেই ফোনের গ্রাহক রাই এই রিচার্জ এর সুবিধা পাবেন।

reliance jio

জিওর পক্ষ থেকে জিও ভারত নামক কি-প্যাড যুক্ত ফোরজি ফোন লঞ্চ করা হয় কিছুদিন আগে। মাত্র ৯৯৯ টাকার বিনিময়ে গ্রাহকরা এই ফোন ক্রয় করতে পারবেন। সেইসব ভারত ফোন গ্রাহকদের জন্যই জিও এই সস্তার রিচার্জ প্ল্যানটি এনেছে। সব মিলিয়ে এই প্ল্যানে যে আমজনতার লাভ হবে তা বলাই বাহুল্য।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X