Airtel, Vi-কে ঝটকা দিল Jio-র নতুন অফার, লঞ্চ হতেই করল ধামাকা

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি সময়ে করোনা আবার বাড়তে থাকায় আবারও ফিরছে ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতি। আর এই পরিস্থিতিতে গ্রাহকদের জন্য এক নতুন পরিষেবা নিয়ে এসেছে Jio। যে প্রিপেইড প্ল্যানে বেশি পরিমাণে ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

দেখে নিন সেই প্ল্যান-
২৯৯৯ টাকার এই প্ল্যানে গ্রাহক পাচ্ছেন দৈনিক 2.5GB ডেটা, সঙ্গে দৈনিক 100 SMS। সেইসঙ্গে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলিং পরিষেবার সঙ্গে JioMart এবং অন্যান্য Jio পরিষেবাগুলিতে ছাড়ের সুবিধাও। এক্ষেত্রে বৈধতা থাকছে ৩৬৫ দিন। jio.com-এ গিয়ে সহজেই এই প্ল্যানটি সম্পর্কে বিশদে জানতেও পারবেন গ্রাহক।

JIO.09.20.opener.20190729 zip c211 004.pre

এই প্ল্যানটিতে 20% JioMart Maha ক্যাশব্যাক অফারও থাকছে। অর্থাৎ JioMart থেকে কেনাকটায় ২০ শতাংশ ছাড় মিলবে।

পাশাপাশি গ্রাহকদের সুবিধার কারণে পুরনো প্ল্যানও ফিরিয়ে এনেছে। আর এই প্ল্যান ফিরিয়ে আনতেই হাসি ফুটেছে গ্রাহকদের চোখে মুখে।

৪৯৯ টাকার রিচার্জে গ্রাহক পেয়ে যাবেন দৈনিক 2GB ডেটা। সঙ্গে দৈনিক 100 SMS। আনলিমিটেড ভয়েস কলের সুবিধার সঙ্গে Jio Prime Membership সাবস্ক্রিপশনও। আবার দৈনিক 2GB ইন্টারনেট শেষ হয়ে গেলে 64Kbps স্পিডে ইন্টারনেট পরিষেবাও পাবেন গ্রাহক। সঙ্গে পাবেন DISNEY+ HOTSTAR-র সুবিধাও। বৈধতা থাকছে ২৮ দিন।

৬০১ টাকার রিচার্জে গ্রাহক পেয়ে যাবেন দৈনিক 3GB। সঙ্গে দৈনিক 100 SMS। আনলিমিটেড ভয়েস কলের সুবিধার সঙ্গে এক বছরের Disney+ Hotstar মোবাইল অ্যাক্সেস। সঙ্গে আবার অতিরিক্ত 6GB ডেটাও থাকছে। বৈধতা থাকছে ২৮ দিন।

৭৯৯ টাকার রিচার্জে গ্রাহক পেয়ে যাবেন দৈনিক 2GB। সঙ্গে দৈনিক 100 SMS। আনলিমিটেড ভয়েস কলের সুবিধার সঙ্গে Disney+ Hotstar সাবস্ক্রিপশনও। বৈধতা থাকছে ৫৬ দিন।

Smita Hari

সম্পর্কিত খবর