বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন। তারপর শুরু হয়ে যাবে ২০২৫। তবে নতুন বছর শুরুর আগেই গ্রাহকদের জন্য দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হল রিলায়েন্স জিও। ২০২৫ সালকে মাথায় রেখে জিও নিয়ে এসেছে ২০২৫ টাকার অবিশ্বাস্য রিচার্জ প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড 5G। এছাড়াও রয়েছে দেশের যেকোনো প্রান্তে আনলিমিটেড ফোন কলস করার সুযোগ।
Jio New Year Welcome Plan:
Jio New Year Welcome Plan দিয়ে রিচার্জ করলে গ্রাহকরা পেয়ে যাবেন ৫০০ জিবি 4G ডেটা। প্রতিদিন ২.৫ জিবির 4G ডেটা কোটা থাকবে এতে। এছাড়াও থাকছে আনলিমিটেড 5G ডেটা উপভোগ করার সুযোগ। তারই সাথে থাকছে আনলিমিটেড ফোন কলস ও এসএমএস। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ২০০ দিন।
তবে এই রিচার্জের সবথেকে বড় বৈশিষ্ট্য হল মুকেশ আম্বানির সংস্থা গ্রাহকদের দিচ্ছে ২১৫০ টাকার কুপন ভাউচার। ২০২৫ টাকা দিয়ে রিচার্জ করালে গ্রাহক পেয়ে যাবেন ৫০০ টাকার AJIO ভাউচার। AJIO অ্যাপে ২৫০০ টাকা বা তার বেশি কেনাকাটা করলে এই ভাউচার ব্যবহার করা যাবে। এছাড়াও সুইগির ১৫০ টাকার ভাউচার থাকছে গ্রাহকদের জন্য।
আরোও পড়ুন : সাগরে নিম্নচাপ! শনি-রবিতে ফের ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে? আবহাওয়ার আগাম খবর
EaseMyTrip.com থেকে ফ্লাইট বুকিং-এর উপর থাকছে ১৫০০ টাকার ডিসকাউন্ট। সব মিলিয়ে জিও গ্রাহকরা পেয়ে যাবেন একাধিক সংস্থার ২১৫০ টাকার কুপন ভাউচার। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, ১১ই ডিসেম্বর ২০২৪ থেকে ১১ই জানুয়ারি ২০২৫ এর মধ্যে যারা ২০২৫ টাকার Jio New Year Welcome Plan দিয়ে রিচার্জ করবেন তারাই পেয়ে যাবেন এই সুবিধা।