ফাটাফাটি অফার! এ তো ফুল এন্টারটেইনমেন্টের খাজানা! সোনায় সোহাগা Jio গ্রাহকদের

বাংলাহান্ট ডেস্ক : গত জুলাই মাস থেকে জিও (Jio), এয়ারটেল ও ভি দাম বাড়িয়েছে সমস্ত ট্যারিফ প্ল্যানের। তারপর থেকে বহু মোবাইল গ্রাহক নিজেদের নম্বর পোর্ট করিয়ে চলে যাচ্ছেন সরকারি টেলিকম সংস্থা বিএসএনএলে। এই অবস্থায় বেসরকারি মোবাইল অপারেটর গ্রাহকদের পকেটে টান পড়েছে বলাই যায়।

Jio গ্রাহকদের জন্য সস্তায় মিলবে (Jio Offer) ভরপুর বিনোদন

তবে এই আবহেই গ্রাহকদের জন্য মন খুশি করে দেওয়া অফার নিয়ে এল জিও (Jio Offer)। বিশেষ করে যারা বিনোদন ভালবাসেন তাদের জন্য নতুন একটি প্ল্যান নিয়ে এসেছে জিও (Jio Offer)। ১৭৫ টাকা দামের এই রিচার্জ প্ল্যান ভরপুর বিনোদন নিয়ে আসবে গ্রাহকের মুঠোফোনে। ১৭৫ টাকার এই রিচার্জে জিও গ্রাহকরা পেয়ে যাবেন ১২টি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন।

   

আরোও পড়ুন : উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের জন্য দুর্দান্ত সুযোগ! এবার ইন্টারভিউ দিলেই মিলবে Axis Bank’য়ে চাকরি

ডেটা ব্যবহারের পাশাপাশি গ্রাহকরা এই রিচার্জে পেয়ে যাবেন জনপ্রিয় OTT প্ল্যাটফর্মগুলি অ্যাক্সেস করার সুযোগ। নতুন এই রিচার্জ প্ল্যানটি অন্তর্ভুক্ত করা হয়েছে জিওর বিনোদন বিভাগে। জিও (Reliance Jio) গ্রাহকরা এই রিচার্জ করতে পারবেন জিওর অফিশিয়াল ওয়েবসাইট ও মাই জিও অ্যাপের মাধ্যমে। ১৭৫ টাকার এই রিচার্জের ভ্যালিডিটি থাকবে ২৮ দিন।

আরোও পড়ুন : রিটায়ার্ড তো কী হয়েছে! এবার মাস গেলে পেয়ে যাবেন ২ লাখ! দেখুন কীভাবে পাবেন

১৭৫ টাকার এই রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন মোট ১০ জিবির ডেটা। সব থেকে বড় কথা এই অফারে (Jio Offer) ডেটার দৈনিক সীমা থাকবেনা। বর্তমান রিচার্জ প্ল্যানের সাথে গ্রাহকরা ১৭৫ টাকার এই বিশেষ রিচার্জ করতে পারেন। ১৭৫ টাকার এই রিচার্জে ফোন করার সুবিধা থাকছে না। বর্তমান চলমান প্ল্যানের সাথে ব্যবহার করা যাবে এই প্ল্যানটি। এছাড়াও বিনোদন বিভাগে জিও চালু করেছে আরো তিনটি নতুন রিচার্জ প্ল্যান।

Jio 2

৩২৯, ১০২৯ এবং ১০৪৯ টাকার রিচার্জ প্লানে থাকছে আনলিমিটেড ফোন কলস, বিনামূল্যে OTT সাবস্ক্রিপশন ও ডেটার সুবিধা। ১৭৫ টাকার এই বিশেষ রিচার্জে গ্রাহকরা Sony LIV, Zee5, Jio Cinema Premium, Lionsgate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, DocuBay, Epic On এবং Hoichoi-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর