মাত্র ১২৫ টাকায় 4G ফোন! অবাক হচ্ছেন? দুর্দান্ত সুযোগ আনল Jio, দেখুন কিভাবে পাবেন

বাংলাহান্ট ডেস্ক : সবাইকে চমকে দিয়ে অবিশ্বাস্য কম দামে সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়েছে jio Phone Prima 4G। এটি মূলত একটি কিপ্যাড ফিচার ফোন। কিন্তু এই ফোনটি ফোরজি কানেক্টিভিটি দিতে সক্ষম। অত্যন্ত কম দামের জিওর এই ফোর জি ফিচার ফোন রীতিমতো সাড়া ফেলে দিয়েছে চারদিকে।

তবে আপনারা জানেন মাত্র ১২৫ টাকার মাসিক খরচে এই ফোনটি ঘরে আনতে পারেন? ভাবছেন এও কীভাবে সম্ভব? যে কোনও রিলায়েন্স ডিজিটাল স্টোরে আপনারা এই ফোন পেয়ে যাবেন। এই ফোনটির অরিজিনাল মূল্য ২৫৯৯ টাকা। তবে মাসিক কিস্তিতে আপনারা এই ফোনটি কিনতে পারেন। প্রতিমাসে মাত্র ১২৫ টাকা খরচ করলেই এই ফোনটি হতে পারে আপনার।

jio bharat phone sixteen nine

একাধিক ব্যাংক ক্রেডিট কার্ড এর ইএমআই-তে নামমাত্র খরচে এই ফোন কেনার সুবিধা দিচ্ছে। সেখানে মাত্র 125 টাকার মাসিক ইন্সটলমেন্টে আপনারা এই ফোন কিনতে পারেন। নিচে আমরা একটি তালিকার মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম কোন ব্যাংকের কার্ডে কত টাকা ইএমআই দিতে হবে এই ফোনের জন্য।

আরোও পড়ুন: চমকাবে রাজ্যের ভাগ্য! কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে হিরের খনির খোঁজ শুরু বিজ্ঞানীদের

Jio Phone Prima 4G এর আকর্ষণীয় কিছু বৈশিষ্ট্য: Youtube

WhatsApp

Jio TV

Jio Cinema

Jio Saavn

Jio Pay UPI

1,800mAh Battery

LED Torch

Digital Camera

JIO OFFER

320×240 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড টিএফটি ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনে। ব্যবহারকারীরা চাইলে নিজেদের পছন্দের ভাষায় এই ফোন পরিচালনা করতে পারবেন। এই ফোন সাপোর্ট করে ২৩ টি ভাষা। 1800 এমএএইচ ব্যাটারি ব্যাকআপ এই ফোনের অন্যতম একটি বৈশিষ্ট্য। ফ্রন্ট প্যানেল 0.3 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর রয়েছে এই ফোনে। ARM কর্টেক্স এ53 চিপসেট দেওয়া হয়েছে স্পীড এবং মাল্টি টাস্কিঙের জন্য। এছাড়াও এই ফোনের মেমরি ১২৮ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যায়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর