Jio গ্রাহকদের জন্য দুঃসংবাদ, সুবিধা কমে গেল ৩টি প্ল্যানের

বাংলাহান্ট ডেস্কঃ jio সংস্থাটি বাজারে আসতেই হইচই ফেলে দিয়েছিল। ভারতের গ্রাহকদের জন্য ফ্রি ডেটা ও আনলিমিটেড কল দিয়ে ভারতের টেলিকম ব্যাবসার অনেকটাই প্রথম এক বছরে দখল করে নিয়েছিল জিও৷ কিন্তু বর্তমানে একের পর এক ভালো প্ল্যানের সুবিধা কমিয়ে দিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা।

Jio Gigafiber 6

গতমাসে জিও তাদের সবচেয়ে সস্তা ৪৯ টাকার প্রিপেড প্ল্যানটি তুলে নিয়েছিল। এবার বিনা নোটিশেই সুবিধা কমিয়ে দিল ৫০১ টাকার প্ল্যানের। ৫০১ টাকার ISD প্ল্যানে আগে যেখানে ৫৫১ টাকা টকটাইম সহ ৫০ এমবি ডেটা পাওয়া যেত এবার থেকে আর তা পাওয়া যাবে না।

২৮ দিনের জন্য বৈধ এই ৫০১ টাকার ISD প্ল্যানে এবার থেকে ৪২৪.৫৮ টাকা টকটাইম দেওয়া হবে। অর্থাৎ প্রায় ১২৫ টাকা টকটাইম কমিয়ে দিল জিও।

পাশাপাশি সুবিধা কমেছে ১,১০১ টাকা ও ১,২০১ টাকার ইন্টারন্যাশনাল রোমিং প্ল্যানেও। ১,১০১ টাকার রিচার্জ প্ল্যানে এবার থেকে ১,২১১ টাকা টকটাইম কমিয়ে ৯৩৩.০৫ টাকা পাওয়া যাবে। ২৮ দিনের জন্য বৈধ এই প্ল্যানটি ১০০ এর বেশী দেশে রোমিং এর সময় ব্যাবহার করা যেত।

পাশাপাশি, ১৭০ টি দেশের জন্য প্রযোজ্য ১,২০১ টাকার প্ল্যানটিতে ১,৩২১ টাকা টকটাইম এর পরিবর্তে এবার ১,০১৭.৮ টাকা পাওয়া যাবে৷ এই প্ল্যানটিও ২৮ দিনের।

পাশাপাশি,   লকডাউনে ব্যবহারকারীদের বিনোদনের জন্য এক বছরের জন্য হটস্টারের ফ্রি সাবিস্ক্রিপশন দিয়েছে জিও। জিও জানিয়েছে, যে সমস্ত প্রিপেইড ব্যাবহারকারীরা ৪০১ টাকার প্ল্যান, ২,৯৯৯ টাকার প্ল্যান, 612 ডেটা ভাউচার, বা 1208 ডেটা ভাউচার রিচার্জ করিবেন তারা ১ বছরের জন্য এই অফারটি পাবেন।

 


সম্পর্কিত খবর