বন্যা বিধ্বস্ত অসমের পাশে Jio! চার দিনের জন্য ডেটা, SMS, কল সম্পূর্ণ বিনামূল্যে

বাংলাহান্ট ডেস্ক: বন্যা কবলিত অসম। ক্ষতিগ্রস্থ ডিমা হাসাও। পূর্ব করবী অ্যাংলং, হোজাই, কাছার ভুগছে জলের প্রবল তাণ্ডবে। এমন সময় দেশের বিভিন্ন সংস্থা পাশে দাঁড়াচ্ছে অসহায় মানুষদের।

এই তালিকায় পিছিয়ে নেই দেশের সবথেকে বড় টেলিকম সংস্থা জিও। একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে রিলায়েন্স জিওর তরফ থেকে জানানো হয়েছে, অসমে দুর্যোগ কবলিত মানুষেরা আগামী চার দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, এবং তাদের প্রিয় মানুষদের সঙ্গে যোগাযোগ করার ব্যাপারে যাতে কোনরকম অসুবিধায় পড়তে না হয়, সে ব্যাপারেও যথেষ্ট খেয়াল রাখবেন তারা।

সম্পূর্ণ বিনামূল্যে যে সার্ভিস তাদেরকে প্রোভাইড করা হবে তাতে প্রতিদিন 100 টি করে এসএমএস দেড় জিবি করে ডাটা এবং চার দিনের জন্য আনলিমিটেড কল বেনিফিট দেওয়া হবে।

বন্যা কবলিত মানুষদের মধ্যে যারা জিওর পরিষেবা গ্রাহক, তাদের প্রত্যেককে একটি এসএমএসের মাধ্যমে এই ব্যাপারে জানান দেবে জিও কোম্পানি। সম্পূর্ণ চারদিন বিনামূল্যে তারা ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে পারেন।

যদি আপনিও আসামে বন্যা কবলিত দের মধ্যে একজন, তাহলে এই সুবিধা পেতে আপনাকে চলে যেতে হবে মাইজিও অ্যাপ্লিকেশন,
*• প্রথমত একবার অ্যাপ্লিকেশনে আপনার ব্যালেন্সটা চেক করে নেবেন।
• আপনি দেখতে পাবেন হ্যামবার্গার মেনু স্ক্রিনে ঠিক বা কর্নার এই অপশনটি দেখা যাবে।
• • সেই অপশনে ট্যাপ করে মাই প্ল্যানস- এ যাবেন।
• সেখানেই জানতে পেরে যাবেন আপনি এই সুবিধা ব্যবহারের উপযোগী কিনা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর