6 ডিসেম্বর থেকে বাড়ছে জিও গ্রাহকদের খরচ, কিন্তু তার আগেই দুর্দান্ত অফার আনল মুকেশ আম্বানির সংস্থা

বাংলা হান্ট ডেস্ক : মাত্র তিন বছর আগেই আইডিয়া এয়ারটেল বিয়েল সহ অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে চাপে ফেলে একেবারে ইন্টারনেট বিপ্লব ঘটিয়েছিল মুকেশ অম্বানীর সংস্থা জিও। টানা তিন বছর ধরে যে ভাবে ভারতীয় বাজারে একচেটিয়া ব্যবসা শুরু করেছে তাতে উন্নয়ন বাড়িগুলি যারা এত দিন চড়া দামে নিজেদের প্ল্যান্ট বিক্রি করত তাদেরও উত্তন্ত কম মূল্যে আবার বিক্রি করতে হয়েছে আর তার জেরে নিজেদের ব্যবসায় চরম ক্ষতি হয়েছে।

কিন্তু এবার ক্ষয় ক্ষতির মুখে পড়ে এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া নিজেদের সমস্ত ট্যারিফ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। সেই পথেই হেঁটেছে জিও, এয়ারটেল ভোডাফোন আইডিয়ার প্ল্যানের দাম বাড়িয়ে দেওয়ার পর জিও র তরফে 6 ডিসেম্বর থেকে গ্রাহকদের জন্য প্ল্যানের দাম বাড়িয়ে দেওয়ার কথা জানানো হয়েছে।jio feature 1

অল ইন ওয়ান প্যাকের তার চল্লিশ শতাংশ বাড়ানো হবে বলে ঘোষণা করেছে জিও, কিন্তু তার আগেই জিও গ্রাহকদের কথা মাথায় রেখে এক দীর্ঘমেয়াদি অল ইন ওয়ান প্যাক এনেছে মুকেশ আম্বানি। এই দীর্ঘমেয়াদি অল ইন ওয়ান প্যাকের ভ্যালিডিটি 336 দিন থাকবে, 1,776 টাকার এই প্যাকে একই সঙ্গে যেখানে জিও জিও আনলিমিটেড ফ্রি কল তাঁর সঙ্গে অন্য নেটওয়ার্কে কল করার জন্য 4 হাজার মিনিট ফ্রি থাকছে যদিও ডি শেষ হলে আবার কল চার্জ ধার্য করা হবে।

যদিও শুধুমাত্র কল চার্জের সুবিধা নয় প্রতিদিন দু জিবি করে ডেটা, একশোটি করে এসএমএস ফ্রি থাকবে এই দীর্ঘ মেয়াদি প্যাকের ক্ষেত্রেই। যদিও জিও র তরফে অক্টোবর মাসে জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করার জন্য কল চার্জ ধার্য করা হয়েছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেটি প্যাকের সঙ্গে যুক্ত করে দেওয়া হয় কিন্তু জিও র ট্যারিফ প্ল্যানের দাম বাড়ানো নিয়ে কিন্তু বেশ ক্ষোভ তৈরি হয়েছে গ্রাহকদের মধ্যে।

তবে দাম যতই বাড়ানো হোক না কেন সে ক্ষেত্রে গ্রাহকদের সুবিধা কিন্তু আগে থেকে অনেকটাই বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।এমনকি এর ফলে জিও র ব্যবসাতেও যে লাভবান হবে তা বলাই যায়।


সম্পর্কিত খবর