চরম দুঃসংবাদ Jio, Airtel এবং Vi গ্রাহকদের জন্য! আচমকাই বাড়তে চলেছে সমস্ত প্ল্যানের দাম

বাংলাহান্ট ডেস্কঃ Jio, Airtel এবং Vodafone Idea বর্তমান সময়ে বাজার কাপাচ্ছে এই তিন বেসরকারি টেলিকম কোম্পানি। যারা প্রতিনিয়তই একে অপরকে টেক্কা দিতে, নিত্য নতুন অফার দিয়ে গ্রাহকদের দিচ্ছে একগুচ্ছ সুযোগ সুবিধাও। তবে খুব শীঘ্রই নিজেদের প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যানে কিছু বদল আনতে চলেছে এই সংস্থাগুলো, বাড়তে পারে প্ল্যানের মূল্যও।

জেনে নিন বিস্তারিত-
Jio, Airtel এবং Vodafone Idea খুব শীঘ্রই তাঁদের প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যান নিয়ে দাম বাড়ানোর কথা চিন্তা ভাবনা করছে। যেখানে ব্যবহারকারীদের OTT-র সুবিধার মধ্যে Amazon Prime Video-এর সাবস্ক্রিপশন দেওয়া হবে। যেই কারণে প্লানের দাম বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে।

prime video logo 1585120248790বিষয়টা হল, সম্প্রতি Amazon Prime Video এক তথ্য জারি করে জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই তাঁরা তাঁদের সমস্ত সাবস্ক্রিপশন প্ল্যানের মূল্য বাড়াতে চলেছে। Amazon Prime Video তাঁর ব্যবহারকারীদের ৩ টি অফার দেয়, যার মধ্যে নূন্যতম হচ্ছে ১২৯ টাকা। আবার অ্যামাজন নিজেই জানিয়ে দিয়েছে, যে সমস্ত সংস্থা তাঁদের গ্রাহকদের Amazon Prime Video-র সাবস্ক্রিপশন দেয়, তাঁদের প্লানের দাম বাড়বে।

সূত্রের খবর, Amazon Prime Video-র ১ মাসের প্ল্যানের দাম ১২৯ টাকা বাড়িয়ে ১৭৯ টাকা করা হবে। ৩ মাসের প্ল্যানের দাম ৩২৯ টাকা থেকে করা হবে ৪৫৯ টাকা। আর এক বছরের প্ল্যানের দাম ৯৯৯ টাকা বেড়ে হচ্ছে ১৪৯৯ টাকা। তবে দামের পরিবর্তনের বিষয়ে জানালেও, কবে থেকে এই দামের বৃদ্ধি হতে পারে, সেবিষয়ে এখনও কিছু জানায়নি অ্যামাজন।

Smita Hari

সম্পর্কিত খবর