নতুন বছরের আগেই ধামাকা অফার নিয়ে এল জিও, দিনে যত খুশি ব্যবহার করুন ডেটা, নেই কোনো লিমিট

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে দুর্মূল্যের বাজারে সমস্ত টেলিকম সংস্থাগুলো নিজেদের রিচার্জ প্ল‍্যানের দাম বাড়িয়ে দিয়েছে। যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে সাধারণ গ্রাহকের কথা চিন্তা করে পরবর্তীতে আবার বেশ কিছু সস্তার রিচার্জ প্ল‍্যান নিয়ে এসেছে বিভিন্ন সংস্থা। যেখানে থাকছে আনলিমিটেড কলিং-র সুবিধার সঙ্গে ডেটা ব‍্যবহারের সুবিধাও।

তবে জিও (jio)-র এমন একটি অফার রয়েছে, যেখানে আপনি দিনে যত খুশি ডেটা ব‍্যবহারের সুবিধা পাবেন। সঙ্গে থাকবে নানানধরনের সুবিধাও। জেনে নিন, জিও-র সেই অফারের বিষয়ে।

JIO.09.20.opener.20190729 zip c211 004.pre

২৯৬ টাকার রিচার্জে গ্রাহক পেয়ে যাবেন মোট ২৫ GB ডেটা। যেখানে দিনে যত খুশি ডেটা ব‍্যবহার করতে পারবেন, নেই কোন সর্বোচ্চসীমা। তবে ২৫ GB ডেটা শেষ হয়ে গেলে সেকেন্ডে ৬৪ KB স্পিডে চলবে আপনার ইন্টারনেট পরিষেবা।

সঙ্গে থাকছে বিনামূল্যেও JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-র সাবস্ক্রিপশনও। সেই সঙ্গে আনলিমিটেড কলিং-র সঙ্গে বিনামূল্যে দৈনিক ১০০ টি sms-র সুবিধাও। আর এই প্ল‍্যানের বৈধতা থাকছে ৩০ দিন।

আবার ২০২২ শুরু হওয়ার ঠিক আগেই, গ্রাহকদের জন্য ধামাকাদার অফার নিয়ে এল জিও। নতুন এই প্রিপেড প্ল্যানে দারুন সব অফার পাবেন গ্রাহকরা। যেখানে একবার রিচার্জ করলে, আগামী ৩৬৫ দিন নিশ্চিন্তে থাকতে পারবেন গ্রাহক। সঙ্গে পাবেন আনলিমিটেড ভয়েস কলিং-র সুবিধাও।

এই প্ল্যানে ২৫৪৫ টাকা দিয়ে একবার রিচার্জ করতে হবে গ্রাহককে। যার ফলে গ্রাহক পেয়ে যাবেন যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং-র সুবিধা, দৈনিক ১০০ টি করে SMS, দৈনিক 1.5 জিবি ডেটা, সঙ্গে জিও অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশনও। সেইসঙ্গে Jio TV, Jio Cinema, Jio Security, Jio Cloud-র সুবিধাও।

এক্ষেত্রে আপনাকে Jio-এর My Jio অ্যাপে গিয়ে রিচার্জ করতে হবে। আর পেয়ে যান এই ধামাকাদার অফার। যেখানে একবার রিচার্জ করলে বৈধতা থাকছে ৩৬৫ দিন।

Smita Hari

সম্পর্কিত খবর