নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio! এবার মাত্র ৩৩৩ টাকাতেই মিলবে ফাটাফাটি অফার

Published On:

বাংলা হান্ট ডেস্ক: গ্রাহকদের কথা মাথায় রেখে প্রায়শই নিত্য-নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করে বিভিন্ন টেলিকম সংস্থাগুলি। এবার সেই রেশ বজায় রেখেই প্রিপেইড ব্যবহারকারীদের জন্য একটি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে Jio। মূলত, বর্তমানে এই সংস্থা ৩৩৩ টাকার একটি প্ল্যান লঞ্চ করেছে। যা চলতি বছরের IPL-কে লক্ষ্য রেখেই সামনে নিয়ে আসা হয়েছে।

যদিও, ইতিমধ্যেই সংস্থার একাধিক প্রিপেড রিচার্জ প্ল্যান রয়েছে। তবুও, নতুন এই রিচার্জ প্ল্যানটি নিঃসন্দেহে ব্যবহারকারীদের জন্য একটি ভালো বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, Jio-এর এই প্ল্যানে ডেটা এবং ভয়েস কলিংয়ের সুবিধার পাশাপাশি Disney+Hotstar-এর বিনামূল্যে সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন ব্যবহারকারীরা। বর্তমান প্রতিবেদনে বিস্তারিতভাবে এই প্রসঙ্গটি উপস্থাপিত করা হল।

Jio-র ৩৩৩ টাকার প্রিপেড প্ল্যান:
Jio-এর এই নতুন রিচার্জ প্ল্যানটি ৩৩৩ টাকায় পাওয়া যাচ্ছে। পাশাপাশি, এই প্ল্যানটিতে ব্যবহারকারীদের তিন মাসের জন্য Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে। তবে, মনে রাখবেন যে, কোম্পানি এই প্ল্যানে শুধুমাত্র Disney+ Hotstar-এর মোবাইল সাবস্ক্রিপশনটিকেই ব্যবহার করার সুযোগ দিচ্ছে। এমনিতেই, এটির মোবাইল প্ল্যান প্রতি মাসে ৪৯ টাকা থেকে শুরু হয়।

অর্থাৎ, ৩ মাসের জন্য আপনাকে ১৪৭ টাকা খরচ করতে হত। যা Jio-র এই প্ল্যানের সাথে বিনামূল্যে পেয়ে যাচ্ছেন গ্রাহকেরা। এছাড়াও, ব্যবহারকারীরা প্রতিদিন ১.৫ GB-র হাই স্পিড ডেটাও পেয়ে যাবেন। প্ল্যানটির বৈধতা হল ২৮ দিনের জন্য। অর্থাৎ আপনি এতে মোট ৪২ GB ডেটা পাবেন।

এছাড়াও, এই প্ল্যান আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও প্রদান করে। সবসাকুল্যে Jio-এর এই প্ল্যানে গ্রাহকেরা বিনামূল্যে ভয়েস কলিং, দৈনিক ১.৫ GB ডেটা এবং তিন মাসের জন্য Disney + Hotstar-এর সাবস্ক্রিপশন পাচ্ছেন।

কিভাবে Disney+ Hotstar বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন:
বিনামূল্যে Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন পেতে, গ্রাহকদের তাঁদের Jio নাম্বারে ৩৩৩ টাকার রিচার্জ করতে হবে। রিচার্জ করার পর, তাঁদের সাইন-ইন করতে হবে Disney+ Hotstar অ্যাপে। এরপর মোবাইল নম্বরে একটি OTP আসবে। OTP দেওয়ার পরে সাইন-ইন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এছাড়াও, Jio ৩৩৩ টাকার এই রিচার্জ প্ল্যানের সাথে ১৫১ টাকার একটি ডেটা অ্যাড-অন প্যাকও প্রদান করছে। এতে ব্যবহারকারীরা ৮ GB ডেটা অ্যাড-অন পাবেন।

আরও দুটি প্ল্যান লঞ্চ করা হয়েছে:
প্রসঙ্গত উল্লেখ্য, আপনি Jio-এর ৫৮৩ টাকা এবং ৭৮৩ টাকার প্ল্যানগুলিতেও একই সুবিধা পাবেন, যা ৩৩৩ টাকার প্ল্যানে পাওয়া যায়। তবে, এই দুটি প্ল্যানই আরও বেশিদিনের বৈধতার সাথে আসে। ৫৮৩ টাকার প্ল্যানটিতে গ্রাহকেরা ৫৬ দিনের বৈধতা পান। পাশাপাশি ৭৮৩ টাকার প্ল্যানটিতে বৈধতা থাকে ৮৪ দিন।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X