পাত্তা পাবেনা স্টারলিংক! JioSpaceFiber আনলেন আম্বানি, এবার হাইস্পিড নেট দেশের কোণায় কোণায়

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একটি গুরুত্বপূর্ণ পরিষেবা শুরু করার ক্ষেত্রে বড় পদক্ষেপ গ্রহণ করল Reliance Jio। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত শুক্রবার সফলভাবে সংস্থাটি ভারতের প্রথম স্যাটেলাইট-ভিত্তিক গিগা-ফাইবার পরিষেবার প্রদর্শন করেছে। যেটি সমগ্ৰ দেশের দুর্গম এলাকায় হাই-স্পিড এবং সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট পরিষেবা প্রদান করতে সক্ষম হবে।

এমতাবস্থায়, সংস্থাটির তরফে এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে JioSpaceFiber। যেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উপস্থিতিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৩-এর প্রথম দিনে প্রদর্শন করা হয়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Jio অত্যাধুনিক মিডিয়াম আর্থ অরবিট (MEO) স্যাটেলাইট প্রযুক্তির সুবিধা নিতে লুক্সেমবার্গ-ভিত্তিক স্যাটেলাইট টেলিকম প্রদানকারী SES-এর সাথে হাত মিলিয়েছে।

"JioSpaceFiber" service launched by Jio

এদিকে, JioSpaceFiber-এর লক্ষ্য হল স্পেস থেকে গিগাবিট-স্পিড এবং ফাইবারের মতো পরিষেবা প্রদান করার মাধ্যমে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে সংযুক্ত করা। এমতাবস্থায়, Reliance Jio ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান আকাশ আম্বানির মতে, এই উদ্যোগ সরকার, শিক্ষা, স্বাস্থ্য এবং বিনোদন সহ ডিজিটাল পরিষেবাগুলিতে সর্বজনীন অ্যাক্সেসে সক্ষম করবে।

উল্লেখ্য যে, ভারতের প্রত্যন্ত অবস্থানগুলির মধ্যে চারটি ইতিমধ্যেই JioSpaceFiber-এর সাথে সংযুক্ত হয়েছে। সেগুলি হল গুজরাটের গির, ছত্তিশগড়ের কোরবা, ওড়িশার নবরংপুর এবং আসামের ওএনজিসি-জোরহাট। এদিকে, Jio-র অন্যতম প্রতিদ্বন্দ্বী Bharti Airtel আগামী মাস থেকে দেশে স্যাটেলাইট-ব্রডব্যান্ড পরিষেবা চালু করার পরিকল্পনা প্রকাশ করেছে।

আরও পড়ুন: এক চার্জে চলবে ১৪৫ কিমি! ৭ বছরের ওয়ারেন্টি সহ আকর্ষণীয় দামে লঞ্চ হল দুর্ধর্ষ ইলেকট্রিক স্কুটার

বিভিন্ন ইন্টারনেট পরিষেবার মধ্যে পার্থক্য:
কেবল ইন্টারনেট:
১. ডেটা ট্রান্সমিশনের জন্য ভূগর্ভস্থ কো-অ্যাক্সিয়াল তার ব্যবহার করা হয়। যার ভেতরে তামার তার এবং ইনসুলেশন থাকে।
২. ফোন লাইন ব্যবহার করে ডায়াল-আপ সংযোগের চেয়ে দ্রুত কিন্তু ফাইবার অপটিক্সের মতো দ্রুত নয়।

আরও পড়ুন: রেললাইনে কেন বিছিয়ে রাখা হয় পাথর? কারণ জানলে চমকে উঠবেন

ফাইবার অপটিক্স:
১. কো-অ্যাক্সিয়াল তারের চেয়ে দ্রুত।
২. দ্রুত ডেটা স্থানান্তরের জন্য উন্নত প্রযুক্তি নিযুক্ত করে।

"JioSpaceFiber" service launched by Jio

স্যাটেলাইট ইন্টারনেট:
১. পৃথিবী প্রদক্ষিণকারী উপগ্রহ থেকে সিগন্যালের মাধ্যমে ডেটা প্রেরণ করা হয়।
২. সিগন্যাল ক্যাপচার করার জন্য একটি ডিশ রিসিভার প্রয়োজন। যেগুলি সেগুলিকে একটি ব্যবহারযোগ্য ইন্টারনেট সংযোগে ট্রান্সলেট করে।
৩. পরিষ্কার আকাশ সহ প্রায় যেকোনো জায়গায় অ্যাক্সেসযোগ্য।
৪. বিশেষ করে গ্রামীণ এলাকায় তারের বা ফাইবার সংযোগের অভাবের ক্ষেত্রে এই পরিষেবা অপরিহার্য।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর