‘আমরা স্বামী স্ত্রীর মতো, ঝগড়া করি, তারপর চুমু খেয়ে মিটিয়ে নিই’, সৃজিতকে নিয়ে অকপট যিশু

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টলিউডে এখন এক রকম অতিথি শিল্পী হয়ে গিয়েছেন যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। বাংলার তুলনায় হিন্দি, দক্ষিণী ভাষার ছবিতেই বেশি দেখা যায় তাঁকে। বলিউডে ইতিমধ্যেই প্রথম সারির একাধিক অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করে ফেলেছেন যিশু। কিন্তু দীর্ঘদিন টলিউডে দেখা না মেলায় তাঁকে মিস করছেন দর্শকরা। দীর্ঘ অপেক্ষার পর চলতি বছর পুজোয় আবারো বাংলা ছবিতে দেখা যাবে যিশুকে। সৌজন্যে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) ছবি।

সৃজিত পরিচালিত ‘দশম অবতার’ ছবির মাধ্যমে টলিউডে কামব্যাক করছেন যিশু। সেই ২০১৮ সালে ‘এক যে ছিল রাজা’ ছবির পর আবার আবার পরিচালকের সঙ্গে কাজ করছেন তিনি। এটা অবশ্য আগেই হওয়ার কথা ছিল। কিন্তু সে সময়ে দু পক্ষের মনোমালিন্যের জেরে তা ধামাচাপা পড়ে যায়।

Jisshu sengupta on srijit mukherjee

২০২১ সালে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির মুখ্য চরিত্র চৈতন্য দেবের ভূমিকায় যিশুর নাম প্রস্তাব দেন প্রযোজক রানা সরকার। কিন্তু তাঁর প্রস্তাবে রাজি হননি অভিনেতা। এরপরেই সবাইকে চমকে দিয়ে সৃজিত বলেছিলেন, যিশু নাকি প্রথম থেকেই তাঁর পছন্দ ছিলেন না এই চরিত্রের জন্য। সেখান থেকেই তাঁদের মধ্যে মন কষাকষির সূত্রপাত বলে শোনা যায়।

শেষমেষ লহ গৌরাঙ্গের নাম রে ছবিটি নিয়ে আর কোনো তথ্যই পাওয়া যায়নি। তবে সৃজিতের সঙ্গে পুনর্মিলন নিয়ে যিশু মজা করে বলেন, তাঁদের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো। তাঁরা ঝগড়া করেন। তারপরে আবার চুমু খেয়ে ঝামেলা মিটিয়ে নেন।

তবে তিনি এও জানান, সৃজিত আর তাঁর মধ্যে একটা ভুল বোঝাবুঝি থেকে মনোমালিন্য হয়েছিল। তাঁরা দুজনেই দুঃখ পেয়েছিলেন। দুজনেই একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। তাই কষ্টটাও পেয়েছিলেন খুব। তবে সেসব এখন অতীত। সব মিটিয়ে আবার এক হয়ে গিয়েছেন দুজনে।

X