আবির জমানা শেষ, জলসার পাট চুকিয়ে জি বাংলায় ফিরছেন যিশু! এবার কোন ভূমিকায়?

বাংলাহান্ট ডেস্ক : জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শোয়ের তালিকায় অনায়াসে জায়গা করে নেবে সারেগামাপা। এই গানের রিয়েলিটি শো জনপ্রিয়তায় টেক্কা দেয় অন্যান্য চ্যানেলের নন ফিকশন শোগুলিকে। এবারের সিজন অবশ্য খূব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। গ্র্যান্ড ফিনালের শুটিং ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে। শুধু সম্প্রচারের অপেক্ষা। তারপরেই শুরু হবে ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)।

সারেগামাপা শেষে আসছে ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance)

সারেগামাপার এবারের সিজন ছিল চমকে ভরা। মোট আটজন শিল্পী ছিলেন বিচারক মণ্ডলীতে। অন্যদিকে সঞ্চালনায় দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায়কে। বিগত কয়েক বছর ধরে আবিরকেই দেখা যাচ্ছে সারেগামাপার সঞ্চালকের ভূমিকায়। যদিও তার আগে দীর্ঘদিন সঞ্চালনার ভার সামলেছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। তাঁর কৌতুকপূর্ণ ঝকঝকে সঞ্চালনা, ড্রামসে দক্ষতা দর্শকরা বেশ উপভোগ করতেন।

Jisshu sengupta returning to zee bangla after dance bangla dance start

ফিরছেন যিশু সেনগুপ্ত: পরবর্তীতে জি বাংলা ছেড়ে স্টার জলসার নন ফিকশন শোয়ের সঞ্চালনায় দেখা গিয়েছিল তাঁকে। তবে এবার আবারও জি বাংলায় ফিরছেন যিশু। কিন্তু সারেগামাপায় নয়, এবার ডান্স বাংলা ডান্সে (Dance Bangla Dance) দেখা মিলবে যিশুর। দীর্ঘদিন পর জি বাংলায় ফিরছেন তিনি। আগে ডান্স বাংলা ডান্সের (Dance Bangla Dance) বিচারকের আসনে ছিলেন যিশু। এবার ফের সেই ভূমিকাতেই ফিরছেন তিনি।

আরো পড়ুন : প্রোমো শুট সারা, হইহই করে শুটিং শুরু আরো এক মেগার, কোন স্লটে আসছে জি এর নতুন সিরিয়াল?

কারা হবেন বিচারক: জানা গিয়েছে, এবারের ডান্স বাংলা ডান্সে (Dance Bangla Dance) বিচারকের আসনে থাকছেন যিশু, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং কৌশানী মুখোপাধ্যায়। আর মহাগুরুর আসনে দেখা মিলবে মিঠুন চক্রবর্তীর। ইতিমধ্যেই সামনে এসেছে ডান্স বাংলা ডান্সের (Dance Bangla Dance) প্রোমো। সেখানে জঙ্গলে বাঘের মুখে পড়ে নাচতে দেখা গিয়েছে অভিনেতা শাহির রাজকে।

আরো পড়ুন : নতুন মেগার ঠেলায় ওলটপালট স্লট, ৫ মাসেই কপাল পুড়ল জি বাংলার সিরিয়ালের

প্রসঙ্গত, এই মুহূর্তে জি বাংলায় চলছে সারেগামাপা। আর দিন কয়েক পরেই গ্র্যান্ড ফিনালে। তারপরেই শুরু হয়ে যাবে ডান্স বাংলা ডান্স। নতুন সিজনের নতুন প্রতিভাদের দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর