যীশু কন্যা তাক লাগলেন বোল্ড লুকে! পুজোর মুখেই টলিউডে ডেবিউ করার ইঙ্গিত ‘উমা’ সারার? 

বাংলা হান্ট ডেস্ক : বিগত বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছে অভিনেতা যীশু সেনগুপ্ত এবং তার স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের দাম্পত্য জীবন। ইতিমধ্যেই যীশু-নীলাঞ্জনার দু-দশকের পুরনো সংসার ভাঙার খবর ছড়িয়ে পড়েছে দাবানলের গতিতে। এই টালমাটাল পরিস্থিতিতে দুই মেয়েও সঙ্গ ছেড়েছেন বাবার। বড় মেয়ে সারা (Sara) ইতিমধ্যেই ইনস্টাগ্রামে আনফলো করেছেন যীশুকে (Jisshu Sengupta)। এই পরিস্থিতিতে সারা-জারা দুজনেই হয়ে উঠেছেন মায়ের (Neelanjana Sengupta) সাপোর্ট সিস্টেম।

পুজোর মুখেই সারার (Sara) টলিউডে ডেবিউ করার ইঙ্গিত

যীশু কন্যা সারা (Sara) ইতিমধ্যেই পা রেখেছেন বড় পর্দায়। ছ’বছর আগে, সৃজিত মুখার্জির উমা সিনেমায় অভিনয় করেছিলেন সারা (Sara)। তখন যদিও তাঁর বয়স ছিল অনেকটাই কম। আর এবার সেই শিশু শিল্পীই প্রস্তুতি নিচ্ছেন টলিউডের নতুন নায়িকা হওয়ার। ইতিমধ্যেই আন্তর্জাতিক ফ্যাশন শোয়ের মডেল হিসেবে আত্মপ্রকাশ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা।

আর এবার দুর্গা পুজোর আগেই একেবারে আন্তর্জাতিক ফ্যাশন মডেল রূপে ধরা দিয়েছেন এই অষ্টাদশী অভিনেত্রী। তাহলে এবার কি তিনি টলিউডে নায়িকা রূপে ডেবিউ করতে চলেছেন?এদিন সারার এই নতুন লুক উস্কে দিয়েছে সেই জল্পনা।

আরও পড়ুন : নিজে ঠিক থাকলে….ফ্লোর ছেড়ে দেব! বিস্ফোরক রণিতা, হঠাৎ হলটা কী বাহার?

ফ্যাশন অন্ত প্রাণ সারা ইনস্টাগ্রামে নিজের এই নতুন লুকের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে যীশু কন্যার পরনে রয়েছে কালো রংয়ের স্কার্ট আর ওপরে সবুজ রঙের টপ। সারার বড় বড় চোখে করা হয়েছে স্মোকি আই লুক।

এদিন টেনে চুল বেঁধে কানে মানানসই গোল্ডেন কানের দুল পরেছিলেন সারা। সব মিলিয়ে এদিন তিনি নিজেকে তুলে ধরেছেন একেবারে আন্তর্জাতিক মডেল হিসেবে। মেয়ের এই ছবির পোস্টে কমেন্ট সেকশনে তিনটি হার্ট ইমোজি দিয়েছেন সারার মা নীলাঞ্জনা। ভালোবাসায় ভরিয়েছেন চন্দনা  শর্মাও। যদিও বাবা যীশু সেনগুপ্তের তরফ থেকে কোন প্রতিক্রিয়া আসেনি সারার এই ছবিতে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর