‘পাক অধিকৃত কাশ্মীর দখল করবে ভারত’, হুঁশিয়ারি জিতেন্দ্র সিং এর

 

বাংলা হান্ট ডেস্ক :বুধবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর এবার মোদী সরকারের পরবর্তী লক্ষ্য পাক অধিকৃত কাশ্মীর দখল করা৷ পাক অধিকৃত কাশ্মীর ভারতের সীমানা ভুক্ত হবে বলে দৃঢ় বিশ্বাস তাঁর৷

এই প্রসঙ্গে জিতেন্দ্র সিং বলেন পাক অধিকৃত কাশ্মীর দখল করার লক্ষ্য শুধু বর্তমান বিজেপি সরকার বা তাঁর একার নয়, ১৯৯৪ সালে এই বিষয়ে সংসদে সর্বসম্মতিক্রমে একটি রেজোলিউশনও পাশ করা হয় তৎকালীন কংগ্রেসি প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের সময়ে৷

IMG 20190911 155323

প্রসঙ্গত উল্লেখ্য ১৯৭০ এবং ৮০-র দশকেও কাশ্মীরে সেনা মোতায়েন করা হয়েছিল৷ সেসময়ও কাশ্মীরবাসীর সঙ্গে সুসম্পর্ক ছিল৷ অস্ত্র ছাড়াই সেসনয় দেখা-সাক্ষাৎ করা হত, এবং এই পরিস্থিতি যদি ফের ফিরে আসে তা সত্যিই ভালো বিষয় হবে৷

৩৭০ ধারা বিলোপের পর কাশ্মীরে ইদ পালনের পরই এমন মন্তব্য করেন সেনাপ্রধান৷ তবে এই ধারা বিলোপের পর পাকিস্তান মাথাচাড়া দিয়ে ওঠায় সেনা সতর্কতা বাড়িয়ে দেওয়া হয়েছে৷


সম্পর্কিত খবর