আবারও জল্পনা, যে হোটেলে চলছিল বিজেপির বৈঠক সেই হোটেল থেকেই বেরিয়ে এলেন জিতেন্দ্র তিওয়ারি

বাংলাহান্ট ডেস্কঃ একুশের নির্বাচনকে পাখির চোখ করে দেখছে সমস্ত রাজনৈতিক দল। সেইমতই বিজেপির (Bharatiya Janata Party) পক্ষ থেকে এক দলীয় বৈঠকের আয়োজন করা হয়েছিল কলকাতায় বাইপাসের ধারে একটটি পাঁচতারা হেটেলে। সবই তো ঠিক ছিল, কিন্তু জল্পনা শুরু হল ওই হোটেলে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) উপস্থিতি দেখে।

দলের পরবর্তী পদক্ষেপ, কর্মীদের কাজকর্ম আরও নানা বিষয় নিয়ে এদিন কলকাতায় বাইপাসের ধারে একটটি পাঁচতারা হেটেলে বৈঠকের আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায় সহ বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব। কিন্তু সেই একই হোটেলে স্ত্রী এবং মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। আর তাতেই শোরগোল পড়ে যায়। আবারও জল্পনা শুরু হয়ে রাজনৈতিক মহলে।

bkfbbbfbb

কিছুদিন আগেই প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার সময় আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিও তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে বিজেপিতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তাঁকে নিয়ে বিজেপির সলীয় সদস্যদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হওয়ায় তাঁকে জায়গা দেয়নি বিজেপি। আবারি ফিরে যান তৃণমূলে।

এরপর একই হোটেলে বিজেপির মিটিং এবং সপরিবারে জিতেন্দ্র তিওয়ারির উপস্থিতি ঘিরে দানা বেধেছিল নানা জল্পনার। কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে জিতেন্দ্র তিওয়ারি জানান, ‘বেশ কয়েকদিন আমি টেনশনের মধ্যে ছিলাম। অভিষেকের সঙ্গে কথা হয়েছে, আমার ভুল স্বীকার করে নিয়েছি। এবার কাজ শুরু করব। তাই এখানে স্ত্রী এবং মেয়েকে নিয়ে খেতে এসেছিলাম। তবে এখানে বিজেপির বৈঠক নিয়ে আমি কিছু জানিও না আর আমার কিছু বলার নেই’।

এই ঘটনা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘জিতেন্দ্র তিওয়ারি বিজেপিরই কেউ না, তা ওকে কেন ডাকব?’


Smita Hari

সম্পর্কিত খবর