বাংলাহান্ট ডেস্কঃ বিজেপিতে থাকাকালীন তাঁকে দলে নেওয়া নিয়ে কিছুটা আপত্তি প্রকাশ করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (babul supriyo)। আজ সেই জিতেন্দ্র তিওয়ারিই (jitendra tiwari) জানালেন, বাবুল দল বদলালেও তাঁর সঙ্গে ভালো সম্পর্কই রয়েছে। সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রাখার পর, তাঁর এমন মন্তব্যে আবারও জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে দলবদলের জল্পনা শুরু হয়ে গিয়েছে।
সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েই একদিন ফেসবুক লাইভে এসে জিতেন্দ্র তিওয়ারি এবং দিলীপ ঘোষ সম্পর্কে কিছু মন্তব্য করেন বাবুল সুপ্রিয়। তিনি বলেন, ‘জিতেন্দ্র তিওয়ারিকে বিজেপিতে নেওয়া নিয়ে প্রথমে আমি কিছুটা আপত্তি করেছিলাম। তবে উনি তৃণমূলের একজন জেলা সভাপতি, বিধায়ক, এমনকি আসানসোলের মেয়রও ছিলেন। সকল রাজনীতিবিদের জীবনে কোনও না কোনও বিতর্ক থাকেই, আমারও আছে। তবে তাঁকে দলে আনার জন্য একটা যুক্তি থাকতে পারে’।
এখানেই শেষ নয় দিলীপ ঘোষকে কেন্দ্র করে বাবুল বলেছিলেন, ‘দিলীপদা, জেলা সভাপতিরা দলে কয়লা মাফিয়াদের যোগদান করাচ্ছিলেন। আমি যখন তা জানতে পারি, তখন তাঁর বিরোধীতা করি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সেই সময় যারা ওই ওয়াশিং মেশিনগুলো ইলেকট্রিক প্লাগে দিয়ে চালিয়েছিলেন, তাঁরা এখন কোথায় গেলেন?’
বাবুল সুপ্রিয়র এমন মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘বাবুলের সঙ্গে আমার রাজনৈতিক লড়াই থাকলেও, সম্পর্ক ভালোই আছে। একবার ওঁকে ব্যক্তিগত আক্রমণ করায় ওঁর পরিবারের সদস্যরাও আহত হয়েছিল। তারপর থেকে আমি আর কোনদিন কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না। আসলে আমরা এই ধরনের মন্তব্য করার সময় তাঁদের পরিবারের যে খারাপ লাগতে পারে, সেটাই ভুলে যাই’।
অন্যদিকে দিলীপ ঘোষের প্রসঙ্গে করা মন্তব্যের বিষয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘দিলীপদার সঙ্গে বাবুলের সমস্যাটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। তবে দিলীপদার সঙ্গে কথা বলে বুঝেছি- খুব ভালো মনের মানুষ উনি। মনে কিছু চেপে না রেখে, মন খুলে কথা বলেন’।