দুয়ারে সরকার ক্যাম্পে যাওয়ার আহ্বান বিজেপি কাউন্সিলরের, জিতেন্দ্র তিওয়ারির স্ত্রীর মন্তব্যে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় ফের একবার শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। এই প্রকল্পের উপর ভর করেই পশ্চিমবঙ্গের গ্রাম থেকে শহর বিভিন্ন প্রান্তে বহু মানুষের মন জয় করে তৃণমূল কংগ্রেস দল আর ফের একবার এই প্রকল্পের উদ্বোধন হচ্ছে। এর মাঝেই বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি একটি ফেসবুক পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি নিজের দলের কর্মীদের দুয়ারে সরকারের শিবিরে যাওয়ার কথা বলেন।

উল্লেখ্য, চৈতালি তিওয়ারি নিজেও একজন বিজেপি কাউন্সিলর। তবে বিরোধী দলের হয়ে তিনি কিভাবে শাসক দলের কর্মসূচিতে নিজ দলের কর্মীদের যোগ দিতে বললেন, এ নিয়ে প্রথমে ধোঁয়াশার সৃষ্টি হয় সকলের মধ্যে। এরপরেই বেশ কিছু মানুষের মধ্যে জল্পনা সৃষ্টি হয় যে, বিজেপি ছেড়ে এবার হয়তো শাসকদলে যেতে চলেছেন আসানসোলের 27 নম্বর ওয়ার্ডের এই বিজেপি কাউন্সিলর।

প্রসঙ্গত, বিধানসভা ভোটে বিজেপির পরাজয়ের পর থেকেই একাধিক নেতা বিজেপি ছেড়ে শাসক দলে যোগদান করেন। মুকুল রায়, রাজীব ব্যানার্জি থেকে শুরু করে বাবুল সুপ্রিয়র মতো নেতাদের দল ছাড়ার ফলে বাংলায় ক্রমাগতই দুর্বল হয়ে পড়ে ভারতীয় জনতা পার্টি। আর জিতেন্দ্র-পত্নীর এদিনের পোস্ট সেদিকেই ইঙ্গিত দেয়। তবে এরপরেই সামনে আসে আসল সত্য।

Chaitali tiwari

ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জেপি নাড্ডার ছবি সহ দুয়ারে সরকার শিবিরে দলীয় কর্মীদের যাওয়ার অনুরোধ করেন চৈতালি দেবী। তিনি লেখেন, “বাংলায় ‘দুয়ারে সরকার’ প্রকল্প শুরু হচ্ছে। সেখানে আমাদের দলের কর্মীরা যেন সেই প্রকল্পের সুবিধা নিতে যায়।” এছাড়াও তিনি বলেন, “বাংলায় 2 কোটি 38 লাখ মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন। তাদের ট্যাক্সও রাজ্য সরকারের কোষাগারে রয়ে গিয়েছে। তাহলে তাদেরও উচিত, রাজ্য সরকারের সরকারি প্রকল্পের সুবিধা ভোগ করা।”

 

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর