CSK-এর নতুন মালিঙ্গাকে প্রশংসায় ভরিয়ে দিলেন ধোনি, অভিনন্দন জানালেন খোদ মালিঙ্গাও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: লাসিথ মালিঙ্গার জন্ম যেই দেশে, সেই শ্রীলঙ্কারই এক ক্রিকেটার আবার নজর কাড়লেন আইপিএলের মঞ্চে। শ্রীলঙ্কান নতুন তরুণ পেস বোলার মাথিশা পাথিরানা-কে তার দেশের লোক ভবিষ্যতের মালিঙ্গা বলে থাকেন। কাল প্রথমবারের জন্য আইপিএলে সুযোগ পেয়ে বল হাতে আগুন ঝড়ালেন লঙ্কান পেসার। দল হারলেও তার পারফরম্যান্সে মুগ্ধ সকলে। এই পারফরম্যান্সের পর আগামী মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার হোম সিরিজে জায়গা পেতে পারেন তিনি।

১৯ বছর বয়সী পেসার যিনি সাম্প্রতিক অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সময় শ্রীলঙ্কার দলে ছিলেন, তিনি গত রবিবার চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেকে মাত্র ২৪ রান দুটি উইকেট নিয়েছিলেন। গতকাল তিনি গুজরাটের ওপেনার শুভমান গিল-কে ১৮ রানের ব্যক্তিগত স্কোরে আউট করে নিজের প্রথম আইপিএল উইকেটটি পান। তার বোলিং অ্যাকশন মালিঙ্গার মতোই অভিনব যার জন্য ব্যাটাররা সমস্যায় পড়েন।

নিজের উত্তরসূরির পারফরম্যান্স দেখে সন্তুষ্ট মালিঙ্গা নিজেও। টুইট করে মাথিশার প্রশাংসা করেছেন তিনি। প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং বর্তমানে চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও তাকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন। মাহি বলেছেন, “ও একজন দুর্দান্ত ডেথ বোলার। মালিঙ্গার সাথে কিছুটা মিল আছে বোলিংয়ে। ওই অ্যাকশনে খুব একটা বাউন্স পায় না ফলে লাইন লেংথ খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।”

ধোনি এটাও বলেছেন যে কঠিন কাজটা খুব সহজ করেই করছেন এই তরুণ শ্রীলঙ্কান পেসার। তাই জন্য তাকে টানা আক্রমণ করা ব্যাটারদের পক্ষে খুব কঠিন বলে মনে করেন তিনি। ধোনির সঙ্গে সঙ্গে তার প্রশংসা করেছেন চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিং।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর