একসঙ্গে কয়টি আসনে দাঁড়াবেন শুভেন্দু? চিন্তায় গেরুয়া শিবির!

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই চারিদিক থেকে নানান কটাক্ষের শিকার হতে হচ্ছে শুভেন্দু অধিকারীকে। কখনো মীরজাফর, আবার কখনো বিশ্বাসঘাতক, বেইমান শুনতে হচ্ছে ওনাকে। যদিও এহেন কটাক্ষের জবাব দিয়ে চলেছেন শুভেন্দুবাবু। কিন্তু এখন ওনাকে নিয়ে গেরুয়া শিবিরে চরম সংশয় দেখা দিয়েছে। কারণ, শুভেন্দু ঠিক কটি আসন থেকে আগামী নির্বাচনে লড়বেন সেটা ঠিক করতে পারছে না গেরুয়া শিবির।

উল্লেখ্য, পাঁচ বছর পর নন্দীগ্রামে গতমাসে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে তিনি নন্দীগ্রামকে মেজো বোন আখ্যা দিয়ে নিজেকে আগামী বিধানসভা নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন। তিনি এও ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি নিজের কেন্দ্র ভবানীপুর থেকেও ভোটে দাঁড়াতে পারেন।

তৃণমূল নেত্রীর এই ঘোষণার পর রাজ্য রাজনৈতিক মহলে জোর শোরগোল পড়ে গিয়েছিল। শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে হারাতে ওনার এই ঘোষণা নিয়ে তৃণমূলের মধ্যে যেমন উদ্দীপনা দেখা দিয়েছিল, তেমনই বিজেপি সহ সমস্ত বিরোধী দল গুলো ওনাকে কটাক্ষ করতে ছাড়েনি। সবারই বক্তব্য ছিল যে, ভবানীপুরে নিজের হার নিশ্চিত ভেবেই তিনি সংখ্যালঘু অধ্যুষিত নন্দীগ্রামকে বেছে নিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর থেকে বারবার তৃণমূলের নেতা/নেত্রীরা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন যে শুভেন্দু যেন নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার সৎ সাহস দেখায়। আর আজ তৃণমূলের বিধায়ক তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি শুভেন্দু অধিকারীকে পাণ্ডবেশ্বর থেকে দাঁড়ানোর চ্যালেঞ্জ জানিয়েছেন।

শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে বিজেপিতে কেউ নিজের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করতে পারেনা, কারণ বিজেপিতে একনায়কতন্ত্র চলেনা। দল যেখান থেকে আমাকে প্রার্থী করবে আমি সেখানেই দাঁড়াব। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে, শুভেন্দুকে কয়টি আসন থেকে নির্বাচনে দাঁড় করাবে বিজেপি? এই নিয়ে ধ্বন্দে রয়েছে গেরুয়া শিবিরও।

Koushik Dutta

সম্পর্কিত খবর