বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল (All india trinamool congress) ছাড়ছেন না পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। শুক্রবার রাতে রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাসের সাথে কথা বলে এই কথা জানান স্বয়ং জিতেন্দ্র বাবু। তিনি ভুল স্বীকার করে বলেন, দল ছাড়ার কথা বলে ভুল করেছিলাম। আমি আমার মন্তব্য প্রত্যাহার করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) কাছে ক্ষমাও চেয়ে নেব। দলের পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য জিতেন্দ্র তিওয়ারির পাশে দাঁড়ান মন্ত্রী অরুপ বিশ্বাস। তিনি বলেন, ‘তিনি দলে ছিলেন, আছেন আর থাকবেনও। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে শেষ লড়াই লড়বেন তিনি।
জানিয়ে দিই, আজ সকালে সস্ত্রীক কলকাতায় পৌঁছেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। এরপর আজ কলকাতায় মন্ত্রী অরুপ বিশ্বাসের সাথে বৈঠক করেন। এরপরই তিনি জানান যে, সমস্ত কিছু ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। আর তিনি এই নিয়ে তৃণমূল সুপ্রিমোর কাছে ক্ষমাও চেয়ে নেবেন।