বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ২৮ টি আসনে উপ নির্বাচন হতে চলেছে। আর এই নিয়ে বিজেপি এবং কংগ্রেস কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। রবিবার মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক জিতু পটওয়ারি (jitu patwari) বেশ কয়েকটি এলাকায় গিয়ে জনসম্পর্ক অভিযান চালান। সেই সময় তিনি একটি বয়স্ক মহিলাকে জিজ্ঞাসা করেন যে, কমলনাথ সরকারে কি ভুল ত্রুটি ছিল? মহিলা ছোট করে উত্তর দিয়ে বললেন … অনেক
উল্লেখ্য, নির্বাচনী প্রচারের সময় বিধায়ক ওই বয়স্ক মহিলাকে মিডিয়ার সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেন। এরপর তিনি বয়স্ক মহিলাকে জিজ্ঞাসা করেন যে, কমলনাথ সরকারে কি কি ভুল ত্রুটি ছিল? বয়স্ক মহিলা কোনও কিছু চিন্তা না করেই ফট করে বলে দেন, অনেক ভুল ত্রুটি ছিল।
এরপর বিধায়ক আবারও ওই মহিলাকে জিজ্ঞাসা করেন যে, ঠিক কি কি অসুবিধে ছিল? বয়স্ক মহিলা আবারও বলেন, মনে নেই, তবু অনেক সমস্যা ছিল কমলনাথ সরকারের আমলে। মহিলার এই কথায় সেখানে উপস্থিত জনগণ হাসাহাসি শুরু করে দেয়। যদিও থেমে থাকেন নি কংগ্রেসের বিধায়ক। তিনি সেখানে প্রাক্তন কংগ্রেস বিধায়ক তুলসী সিলাবটকে আক্রমণ করেন।
এরপর ওই বয়স্ক মহিলার কাছে তিনি তুলসী সিলাবটকে নিয়ে প্রশ্ন করে বলেন যে, উনি তো মাঝ পথেই বিক্রি হয়ে গিয়েছিল, নির্বাচন তো পাঁচ বছরের জন্য হয়েছিল। তখন ওই মহিলা বলেন, কাজ করলে লোকে থাকবে, না কাজ করলে কে থাকবে তোমার পাশে?