বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের শ্রীনগরের লাল চকের পাশে CRPF জওয়ানরা আদিল ফারুকের নামে একটি সাংবাদিককে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে ২টি গ্রেনেডও উদ্ধার করে জওয়ানরা। ওই সাংবাদিককে আমিরা কদলের পাশে হওয়া গ্রেনেড হামলার কিছুক্ষণ পরেই গ্রেফতার করা হয়েছে। পুলিশ আদিলকে জিজ্ঞাসাবাদ করছে।
#BREAKING: Journalist Aadil Farooq arrested with 2 grenades by CRPF near Lalchowk in Srinagar, Kashmir. Minutes after Grenade attack near Amira Kadal. Being interrogated by senior police officers right now. Journalist working as a Sub-Editor with CNS News Agency in Press Enclave. pic.twitter.com/nqPjfxVTIZ
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) August 10, 2021
আদিত্য রাজ কৌল এই ঘটনার একটি ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। তিনি ভিডিও শেয়ার করে লিখেছেন, শ্রীনগরের প্রেস এনক্লেভ-র পাশে সাংবাদিক আদিল ফারুককে গ্রেনেডের সঙ্গে গ্রেফতার করা হয়েছে। ডিআইজি তাঁকে জেরা করছে। ফারুক দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা।
Big achievement for J&K Police in Srinagar with the arrest of journalist Aadil Farooq red-handed with grenades near Press Enclave, Srinagar. DIG & SSP Srinagar interrogating him. Farooq is originally from near Khrew, Pampore of Pulwama in South Kashmir. Cops suspect bigger nexus. pic.twitter.com/znWgRLFkhA
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) August 10, 2021
উল্লেখ্য, এর আগে জঙ্গিরা মঙ্গলবার সেনাকে নিশানা করে হরি সিংহ স্ট্রিট এলাকায় গ্রেনেড হামলা করেছিল। এই হামলায় ৯ জন স্থানীয় বাসিন্দা আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসার জন্য। এরপরই পুলিশ জঙ্গিদের ধরতে চারিদিকে তল্লাশি শুরু করে, আর তখনই আদিলকে গ্রেনেডের সাথে গ্রেফতার করা হয়।