বাংলা হান্ট ডেস্ক: বাংলা থেকে গ্রেফতার আরও এক জামাতুল মুজাহিদিন (জেএমবি) জঙ্গি। বৃহস্পতিবার সন্ধ্যায় বীরভূম থেকে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে ধরা পরে ওই জঙ্গি। ধৃতের নাম নাজিবুল্লা (৫০)। দীর্ঘদিন ধরেই তার ওপর নজরদারি চালাচ্ছিল পুলিশ।
পুলিশ সূত্রে খবর, খাগড়াগড় কাণ্ডের পর থেকেই গোয়েন্দাদের নজরে ছিল নাজিবুল্লা। তার বীরভূমের পাইকরের কাবিলনগরে একটি চায়ের দোকান আছে। কয়েকমাস আগেই গোয়েন্দারা পাইকর থানার আধিকারিকদের নাজিবুল্লার ওপর নজর রাখতে বলা হয়।
এরপর থেকেই ওই জঙ্গির ওপর কড়া নজর রাখছিল পুলিশ। জানা গিয়েছে, ওই নাজিবুল্লার আবার ফেসবুকে সাকিব আলি নামে এক ফেক অ্যাকাউন্ট রয়েছে। সেখান থেকেই নানা উস্কানিমূলক পোস্ট করত সে। অবশেষে বৃহস্পতিবার কাবিলনগরে পৌঁছান এসটিএফের আধিকারিকরা। গ্রেফতার করা হয় নাজিবুল্লাকে। তার কাছ থেকে একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ সহ একাধিক ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার হয়েছে।
এদিকে ওই এলাকায় চায়ের দোকান ছিল নাজিবুল্লা। তাকে ছাপোষা মানুষ বলেই জানতেন স্থানীয়রা। সেই ব্যক্তিকেই জামাত জঙ্গি সন্দেহে এসটিএফ গ্রেফতার করায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।