বাংলা হান্ট ডেস্কঃ হাওড়ার বুকে এক চাঞ্চল্যকর ঘটনা! হাওড়ার বুকে জঙ্গিদের আশ্রয় এবং তা নিয়ে উত্তেজনা ছড়াল এলাকায়। ঘটনাটি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে কারণ শিক্ষকের বাড়ি থেকে পাওয়া গেছে জেএমবি গোষ্ঠীর দুজনকে। ঘটনাটি আসলে কি ঘটেছে, জানুন।
সূত্রের খবর, ধৃতের নাম আনিরুদ্দিন আনসারি। পেশায় শিক্ষক ব্যক্তিটি প্রকৃতপক্ষে পুরুলিয়ার বাসিন্দা। সে হাওড়ার বাঁকরায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন এবং সেই সুযোগেই সে তার বাড়িতে আশ্রয় দেন জেএমবি গোষ্ঠীর দুই জঙ্গিকে। সেই জঙ্গিরা হাওড়ার মধ্যে কতদিন ঘাঁটি পেতে রয়েছে তা জানা না গেলেও পরবর্তীকালে ঘটনাটির সন্ধান পেয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাদের গ্রেফতার করতে দলবল নিয়ে হাজির হয় শিক্ষক মহাশয়ের বাড়িতে। এবং সেখানে গিয়ে তারা আনসারী এবং ওই দুইজনকে গ্রেফতার করেছে। স্বভাবতই ঘটনাটি জানাজানি হওয়ার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং হাওড়ার মত এত জনবহুল এলাকায় তারা কি করে এতদিন ঘাঁটি পেতে বসে রইল সেই দুশ্চিন্তায় ঘুম হয়েছে রাজ্যবাসীর।
সূত্রের খবর, জেএমবি গোষ্ঠীর দুটি শাখা বর্তমানে রয়েছে একটি হলো পুরানো জঙ্গি গোষ্ঠী এবং আরেকটি হলো নতুন গোষ্ঠী। ফলে এখানে একাধিক প্রশ্ন উঠে আসে যেমন ধৃত দুই জঙ্গি কোন গোষ্ঠীর কিংবা তাদের পরিকল্পনা কি ছিল! হাওড়ায় ঘাঁটি বাধার ফলে পুলিশের মনে প্রশ্ন এসেছে তবে তাদের নেক্সট টার্গেট কি হাওড়া ছিল কিংবা পুরুলিয়ার ব্যক্তির সাথেই বা তাদের যোগাযোগ কি করে হয়?
একাধিক প্রশ্ন পুলিশের মনে থাকলেও তার সদুত্তর এখনো পাওয়া যায়নি। তবে তাদের আশা, ধৃতদের হেফাজতের নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসবে অনেক অজানা তথ্য।