বাংলা হান্ট ডেস্ক: ছাত্র জীবনে বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচন যেন অন্য এক আমেজ। খুব শিগগিরই হতে চলেছে জওহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (JNU) ছাত্র সংসদ নির্বাচন, যার দিকে তাকিয়ে গোটা দেশ। আগামী ৬ সেপ্টেম্বর হতে চলেছে সেই নির্বাচন। আগামী ৮ সেপ্টেম্বর এর ফলপ্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২৬ অগষ্ট নির্বাচনের জন্যে নমিনেশন ইস্যু শুরু হবে। ২৭ আগস্ট পর্যন্ত এই নমিনেশন দেওয়া হবে। ২৮ অগষ্ট এই নমিনেশন প্রত্যাহারের শেষ দিন হিসেবে নির্বাচিত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের ধাঁচে ৪ সেপ্টেম্বর করা হবে বিতর্কসভা। ৬ সেপ্টেম্বর সকাল ৯.৩০ থেকে দুপুর ১টা পর্যন্ত ও দুপুর ২.৩০ থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত চলবে এই ভোটগ্রহণপর্ব। ৮ সেপ্টেম্বর সকাল ৯টা ভোট গণনা শুরু হবে, তারপরেই মিলবে ফলাফল।
গতবছর অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA), স্টুডেন্টস ফেডেরেশন অফ ইন্ডিয়া (SFI), ডেমোক্রেটিক স্টুডেন্টস ফেডেরেশন (DSF), অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডেরেশন (AISF) দল বেধে ‘ইউনাইটেড লেফট’ নামে একটি জোট হয়ে লড়াই করেছিল। যে লড়াইয়ে পদপৃষ্ট হয়েছিল এবিভিপি। এবারও সবপক্ষই নিজেদের মতো করে ছক কষছে, চলছে জল্পনা। এই সব কিছুরই উত্তর মিলবে ৮ই সেপ্টেম্বর, সেই দিনেরই অপেক্ষা সকলের।