৮ম পাস দের জন্য সুখবর চাকরি পেতে পারেন BESIL এ

আপনি কি অষ্টম পাস? চাকরি খুঁজছেন। আপনার সামনে কেন্দ্রীয় সরকারের চাকুরির অসাধারন সুযোগ নিয়ে এসেছে BESIL। প্রয়োজন নেই কোনো পেশাদারি দক্ষতারও। একইসাথে রয়েছে আই টি আই ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারদের জন্য ও চাকরির সুযোগ। মোট পদ চার হাজার ( ৪০০০) জন। দক্ষ ও অদক্ষ উভয় ক্ষেত্রেই ২০০০ জন করে নিয়োগ হবে। আবেদন মূল্য ৫০০টাকা (সংরক্ষিত দের জন্য ২৫০ টাকা) । কর্মস্থল উত্তরপ্রদেশ। আবেদন করার ক্ষেত্রে সর্বাধিক বয়স দক্ষ ৪৫, অদক্ষ ৫৫।

Becil Thumbnail 3jpg e3e8b6029382f74e7185be7cdd5096d5

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বিইসিআইএল) ভারত সরকার কেন্দ্রীয় রেক্টর এন্টারপ্রাইজ। যা 24 শে মার্চ 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বিইসিআইএল  রেডিও এবং টেলিভিশন সম্প্রচার ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে   ছড়িয়ে দেয়;  ভারতে এবং বিদেশে।   এটি ব্রডকাস্টিং সম্পর্কিত বিল্ডিং ডিজাইন এবং নির্মাণ, মানব সম্পদ সম্পর্কিত কার্যক্রম  ইত্যাদি পরিষেবাদি সরবরাহ করে। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড প্রতিরক্ষা, পুলিশ এবং প্যারা-মিলিটারি বিভাগগুলিতে বিশেষ যোগাযোগ, পর্যবেক্ষণ, নজরদারি সিস্টেম ইত্যাদি সরবরাহ করারও কাজ করে।

 

আবেদন করার শেষ তারিখঃ ১১ জানুয়ারি ২০২০

আবেদনের পদ্ধতিঃ অনলাইন

পদঃ দক্ষ ও অদক্ষ মানবসম্পদ

শূন্যপদ– ৪০০০

শিক্ষাগত যোগ্যতাঃ

দক্ষ ঃ ITI(electrical)

অদক্ষ : ৮ম পাস

জাতীয়তাঃ ভারতীয়

আবেদন মূল্যঃ ৫০০ ( sc,st, ph দের জন্য ২৫০)

বেতনঃ ৭৬১৩(অদক্ষ), ৯৩৮১(দক্ষ)

ওয়েবসাইটঃ www.becil.com

 

সম্পর্কিত খবর