মেয়েদের কোন জিনিসটা না থাকলে বিয়েই হয় না? ৯৯% মানুষ দিতে পারে না সঠিক উত্তর

বাংলাহান্ট ডেস্ক : চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। সরকারি হোক বা বেসরকারি, প্রত্যেক চাকরিপ্রার্থীকে ইন্টারভিউ (Interview) দিতেই হয়। ইন্টারভিউ রাউন্ডে অনেক সময় এমন প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যা আমাদের জানা থাকলেও উপস্থিত বুদ্ধির অভাবে আমরা বলতে পারি না।

যারা ইন্টারভিউ নেন তারা প্রার্থীর উপস্থিত বুদ্ধি সম্পর্কে জানার জন্য অনেক সহজ প্রশ্ন ঘুরিয়ে ধরেন। আসলে, ঘুরিয়ে প্রশ্ন করার মধ্য দিয়ে চাকরিপ্রার্থীর উপস্থিত বুদ্ধি কতখানি সেটাই পরখ করে দেখা হয়। আজ আমরা এমন কিছু প্রশ্ন সম্পর্কে জানব যার উত্তর অনেকের কাছেই অজানা।

১) প্রশ্ন: ভারতের কোন রাজ্যকে ‘সমুদ্রের দান’ বলা হয়? উত্তর: কেরালা।

২) প্রশ্ন: পশ্চিমবঙ্গ রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয় জানেন? উত্তর: ১৯৪৭ সাল, দেশ ভাগের সময়।

৩) প্রশ্ন: আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? উত্তর: ভুটান।

৪) প্রশ্ন: হীরে বা সোনার ভর মাপতে কোন একক ব্যবহৃত হয় জানেন? উত্তর: ক্যারেট।

৫) প্রশ্ন: কী না থাকলে মেয়েদের বিয়ে হয় না ? উত্তর: মেয়েদের বিয়ে করবার ইচ্ছা না থাকলে মেয়েদের বিয়ে হয় না। (আসলে প্রার্থীকে বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন)

৬) প্রশ্ন: সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহটির নাম কি? উত্তর: ইউরেনাস (-২২৪° সে.)।

৭) প্রশ্ন: জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কী? উত্তর: JAXA (জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি)।

৮) প্রশ্ন: ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, বর্তমান ভারতের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? উত্তর: জগমোহন রেড্ডি (অন্ধ্রপ্রদেশ)।

৯) প্রশ্ন: ভারতের প্রথম সেমি-হাইস্পিড রিজিওনাল রেল পরিষেবার নাম কী? উত্তর: RAPIDX

১০) প্রশ্ন: কোন রাজ্যের গোল্ড চিত্রকলা GI ট্যাগ পেয়েছে? উত্তর: মধ্যপ্রদেশ

personality development tips 5 body language mistakes to avoid in interview compressed

১১) প্রশ্ন: পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি? উত্তর: দক্ষিণ ২৪ পরগনা।

১২) প্রশ্ন: ভারতের কখন পশ্চিম ঝঞ্ঝার কারণে বৃষ্টি হয়? উত্তর: শীতকালে।

১৩) প্রশ্ন: ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি?উত্তর: উত্তরাখণ্ড, নৈনিতালের জিম করবেট।

১৪) প্রশ্ন: ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি খনিজ তেল উৎপাদন হয়? উত্তর: গুজরাত।

১৫) প্রশ্ন: ভারতের প্রথম মহিলা IAS অফিসার কে ছিলেন? উত্তর:- আন্না রমজান মালহোত্রা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর