পর্ষদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! এবার হাইকোর্টে মামলা, কী নির্দেশ দিলেন জাস্টিস সিনহা?

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে ভুরি ভুরি অভিযোগ। দিন দিন পেঁয়াজের খোসার মতো বেরিয়ে আসছে রহস্য। শিক্ষাক্ষেত্রে কেলেঙ্কারির অভিযোগে আদালতে চলছে একাধিক মামলা। যার জেরে চাকরি হারিয়েছেন হাজার হাজার মানুষ। এরই মাঝে এবার ‘পর্ষদের ভুলে’ চাকরি হারানোর অভিযোগ করে হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন একাধিক প্রাথমিক শিক্ষক।

শিক্ষকের চাকরি হারিয়ে হাইকোর্টে মামলা (Calcutta High Court)

বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি উঠলে মামলাকারীদের আইনজীবীরা জানান, তাদের মক্কেলরা ২০১৬ সালে প্রাথমিক শিক্ষক হিসেবে নিযুক্ত হন। কিন্তু সেই সময় তাদের প্রাথমিক শিক্ষণের ডিগ্রি ছিল না। অর্থাৎ তাদের অপ্রশিক্ষিত শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার কথা। এদিকে পর্ষদ তাদের প্রশিক্ষিত শিক্ষক হিসেবে নিয়োগ করে।

তবে পরের বছরই ওই সকল শিক্ষক প্রশিক্ষিত শিক্ষক হিসেবে চাকরি পাওয়ার যোগ্য নন, এই যুক্তি দেখিয়ে তাদের বরখাস্ত করে দেওয়া হয়। এদিকে অপ্রশিক্ষিত শিক্ষক হিসেবে যারা চাকরি পেয়েছেন, তাদের থেকে মামলাকারীদের প্রাপ্ত নম্বর বেশি বলে এদিন আদালতে দাবি করে তাদের আইনজীবী। তিনি আরও বলেন চাকরি পাওয়ার সময় ওই প্রাথমিক শিক্ষকরা কোনও প্রশিক্ষণের নথি দেননি। পর্ষদ ভুলে তাদের প্রশিক্ষিত শিক্ষক হিসেবে নিয়োগ করে। তাই এই ভুলের দায়ও পর্ষদেরই।

Calcutta High Court

আরও পড়ুন: রাখির আগেই মেটানো হবে বকেয়া DA, তবে তিন কিস্তিতে, রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর

মামলাকারীদের আইনজীবীরা আদালতে (Calcutta High Court) জানান, তাদের মক্কেলরা অপ্রশিক্ষিত বিভাগেও চাকরি পাওয়ার যোগ্য হয়েও সাত বছর ধরে চাকরিহারা অবস্থায় রয়েছেন। আজ শুক্রবার এই মামলার শুনানি রয়েছে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাকারীদের চাকরি সংক্রান্ত নথি পেশ করতে পারে রাজ্য এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর