বড়সড় সুখবর! এবার লাইব্রেরিয়ান পদে রয়েছে চাকরির সুযোগ, এইভাবে করতে হবে আবেদন

বাংলা হান্ট ডেস্ক: এবার রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর সামনে এল। ইতিমধ্যেই জানা গিয়েছে, এবার লাইব্রেরিতে শূন্যপদের ভিত্তিতে লাইব্রেরিয়ান নিয়োগের (Recruitment) জন্য আবেদন শুরু হয়েছে। পাশাপাশি, এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও সামনে এসেছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যের যেকোনো জেলা থেকেই ইচ্ছুক চাকরিপ্রার্থীরা এই শূন্যপদের পরিপ্রেক্ষিতে আবেদন করতে পারেন। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যেটি চলবে আগামী ১২ মে, ২০২৩ পর্যন্ত। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় তথ্য উপস্থাপিত করা হল।

শূন্যপদের নাম: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আপাতত লাইব্রেরিয়ান পদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

শূন্যপদের সংখ্যা: মোট শূন্যপদের সংখ্যা হল ৫ [UR-2, UR (EC)-1, SC-1, ST-1]

বয়সসীমা: এই পদে আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তবে, সংরক্ষণ অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় মিলবে।

শিক্ষাগত যোগ্যতা: এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও, লাইব্রেরি ও ইনফরমেশন সাইন্সে পাস সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও, কম্পিউটরে সম্যক জ্ঞান থাকার পাশাপাশি স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।

নিয়োগ প্রক্রিয়া: এই পদে আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। উল্লেখ্য যে, এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য এবং তারিখ ক্রমশ ঘোষণার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: লাইব্রেরিয়ান পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন পত্র ডাউনলোড করে সেটির প্রিন্ট বের করে আবেদন পত্রের সঙ্গে সমস্ত জরুরি ডকুমেন্টসের জেরক্স কপি সাবমিট করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস: ১. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস, ২. মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট বা বয়সের প্রমাণপত্র, ৩. জাতিগত সংশাপত্র (যদি থাকে), ৪. অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস, ৫. কম্পিউটার সার্টিফিকেট, ৬. পাসপোর্ট সাইজের ছবি।

আবেদন পাঠানোর ঠিকানা: প্রার্থীরা তাঁদের আবেদনপত্র সরাসরি ইমেল মারফত পাঠাতে পারেন। ইমেল অ্যাড্রেস হল: kalimpongrecdlo@gmail.com

1599936525 12nbllibrary2 4col

উল্লেখ্য যে, আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে প্রার্থীরা নিম্নলিখিত লিঙ্কটিও ক্লিক করতে পারেন:
https://cdn.s3waas.gov.in/s368053af2923e00204c3ca7c6a3150cf7/uploads/2023/04/2023041847.pdf

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর