শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই বন্ধন ব্যাঙ্কে চাকরির সুযোগ! জারি হল বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরে চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর সামনে এল। বিশেষ করে যাঁরা ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন দেখেন তাঁদের জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ। ইতিমধ্যেই বন্ধন ব্যাঙ্কের (Bandhan Bank) তরফে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এক্ষেত্রে কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি পেতে পারবেন যোগ্য প্রার্থীরা। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

প্রথমেই জানিয়ে রাখি যে, বন্ধন ব্যাঙ্কের HR ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই প্রসঙ্গে জানানো হয়েছে যে, পুরুষ এবং মহিলা উভয়েই শূন্যপদগুলিতে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে, প্রত্যেকেই যে যার জেলাতে কাজ করতে পারবেন। মূলত, জেলা ভিত্তিক (পিন কোড হিসেবে) প্রার্থীদের নির্বাচন করা হবে। এছাড়াও, প্রার্থীরা বিস্তারিত জানার জন্য সরাসরি ফোন করতে পারেন ৯৬৭৯৮১৩২৪৬ অথবা ৭০৪৪৮৭১৭৪৮ এই দু’টি নম্বরে। এছাড়াও, ই-মেল করা যাবে hr.bankinghub@gmail.com-এ।

কোন কোন পদে করা হবে নিয়োগ: নিম্নলিখিত পদগুলির পরিপ্রেক্ষিতে করা হবে কর্মী নিয়োগ।
১) ডাটা এন্ট্রি অপারেটর ( Data entry Operator)
২) রিলেশনশিপ অফিসার (Relationship Officer)
৩) ব্রাঞ্চ ব্যাঙ্কিং (Branch Banking)
৪) ব্যাঙ্কিং অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস (Banking Operations & Customer Services)
৫) ফিন্যান্স এন্ড অ্যাকাউন্টস (Finance & Accounts)
৬) ব্যাক অফিস একজিকিউটিভ (Back Office Executive)

বয়সসীমা: এক্ষেত্রে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।

আরও পড়ুন: নতুন বছরে বড় “উপহার” পেল এই দেশ! খোঁজ মিলল বিশাল সোনার ভাণ্ডারের

বেতনের পরিমাণ: এখানে সংশ্লিষ্ট পদগুলির ক্ষেত্রে কর্মীরা ১৫,৫০০ টাকা থেকে ২৫,৭০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।

আরও পড়ুন: চিনের জন্য আরও একটি দুঃসংবাদ! প্রভাব পড়বে অর্থনীতিতে, নতুন বছরে সামনে এল বড় তথ্য

প্রয়োজনীয় ডকুমেন্টস: আবেদন করার সময়ে প্রার্থীদের যেসমস্ত ডকুমেন্টসগুলির জেরক্স কপি জমা দিতে হবে সেগুলি হল:
১. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
২. মাধ্যমিকের মার্কশিট
৩. উচ্চ মাধ্যমিকের মার্কশিট
৪. এর পাশাপাশি আপনি যদি গ্র্যাজুয়েশন পাশ করে থাকেন সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের মার্কশিট
৫. আধার কার্ড
৬. ভোটার কার্ড
৭. প্যান কার্ড
৮. পাসপোর্ট সাইজের ফটোকপি এবং
৯. চাকরিপ্রার্থীর নিজস্ব বায়োডাটা

Job opportunities in Bandhan Bank only through interview Recruitment

নিয়োগ প্রক্রিয়া: ইতিমধ্যেই আমরা জানিয়েছি যে, এক্ষেত্রে কোনোরকম লিখিত পরীক্ষা দিতে হবে না। অর্থাৎ, শুধুমাত্র Walk In Interview-র মাধ্যমেই প্রার্থীরা চাকরি পেতে পারেন।

অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্ক: https://www.ncs.gov.in//Pages/ViewJobDetails.aspx?JSID=qhyhQO6Me24%3D

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর