বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের কাছে এবার সুবর্ণ সুযোগ! ইতিমধ্যেই বন দফতরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে শূন্যপদের ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় পদগুলিতে আবেদন করতে পারবেন ইচ্ছুকরা।
পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকেই এখানে আবেদন করা যাবে। নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে। বর্তমান প্রতিবেদনে এই আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হল।
জারি করা বিজ্ঞপ্তিটি অনুযায়ী জানা গিয়েছে যে আপাতত মাল্টিটাস্কিং স্টাফ, লোয়ার ডিভিশন ক্লার্ক, টেকনিশিয়ান, ফরেস্ট গার্ড, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার এই পদগুলির শূন্যপদে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে।
এর মধ্যে মাল্টিটাস্কিং স্টাফের পদে মোট শূন্যপদের সংখ্যা হল ১৬ টি। মাধ্যমিক পাশ করলেই এখানে আবেদন করতে পারবেন আবেদনকারীরা। পাশাপাশি, এই পদে আবেদনের ক্ষেত্রে ০৫/০৩/২০২২ তারিখে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা ৯ টি। এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশের সঙ্গে টাইপ রাইটারে ইংরেজিতে প্রতি মিনিটে অন্তত ৩০ টি শব্দ অথবা হিন্দিতে অন্তত ২৫ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। এই পদে আবেদনের ক্ষেত্রে ০৫/০৩/২০২২ তারিখে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
টেকনিশিয়ান পদের জন্য শূন্যপদ রয়েছে মোট ৩ টি। যেখানে ইলেকট্রিক্যালের জন্য রয়েছে ১ টি, প্লাম্বারের জন্য রয়েছে ১ টি এবং কার্পেন্টারের জন্য রয়েছে ১ টি শূন্যপদ। এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে মাধ্যমিক পাশের পরে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করে থাকতে হবে। এই পদে আবেদনের ক্ষেত্রে ০৫/০৩/২০২২ তারিখে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
পাশাপাশি, ফরেস্ট গার্ডের পদের জন্য শূন্যপদ রয়েছে ৩ টি। এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও, এই পদে আবেদনের ক্ষেত্রে ০৫/০৩/২০২২ তারিখে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের মোট শূন্যপদের সংখ্যা হল ৯ টি। এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে বোটানি/ জুলজি/ ফরেস্ট্রি/ বায়োটেকনোলজি এই বিষয়গুলির মধ্যে যে কোনো একটিতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। এই পদে আবেদনের ক্ষেত্রে ০৫/০৩/২০২২ তারিখে প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
এছাড়াও, স্টেনোগ্রাফার পদে মোট শূন্যপদের সংখ্যা হল ২ টি। এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ইংরেজি অথবা হিন্দিতে অন্তত ৮০ টি শব্দ লেখার ক্ষমতা থাকতে হবে। এছাড়াও, কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এই পদে আবেদনের ক্ষেত্রে ০৫/০৩/২০২২ তারিখে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
উপরে উল্লিখিত পদগুলির ক্ষেত্রে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীরা শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে পারবেন। www.mponline.gov.in-এই ওয়েবসাইটে গিয়েই আবেদন করা যাবে। পাশাপাশি, আবেদন ফি হিসেবে ৫০০ টাকা এবং প্রসেসিং ফি বাবদ ৮০০ টাকা দিয়ে মোট ১,৩০০ টাকা দিতে হবে। যদিও, SC/ST, মহিলা প্রার্থী এবং ex-serviceman প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র ৮০০ টাকার প্রসেসিং ফি ধার্য করা হয়েছে।
পদগুলিতে আবেদনের শেষ তারিখ হল ৫ মার্চ ২০২২। লিখিত পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন হবে। পরীক্ষায় মোট ১০০ টি MCQ টাইপ প্রশ্ন থাকবে। পরীক্ষার সিলেবাস https://tfri.mponline.gov.in/portal/Services/TFRI/FrmHome.aspx এই লিঙ্কে ক্লিক করলেই জানতে পারবেন প্রার্থীরা।