বেতন ১৭ হাজার টাকা! শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে স্বাস্থ্য দফতরে চাকরির সুবর্ণ সুযোগ

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সর্বত্রই এক চাকরির আকাল পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি, করোনার মত ভয়াবহ মহামারী সমগ্ৰ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। যদিও, এই আবহেই বিভিন্ন নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এমতাবস্থায়, চাকরিপ্রার্থীদের জন্য এক বিরাট সুখবর নিয়ে এল স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, এবার রাজ্য স্বাস্থ্য দফতরের নিয়ন্ত্রণাধীন জেলা স্বাস্থ্য দফতরে চুক্তি ভিত্তিক স্বাস্থ্য কর্মী (Health Worker) নিয়োগ করা হবে।

পাশাপাশি, ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। যেখানে সমগ্ৰ বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়েছে প্রার্থীদের উদ্দেশ্যে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে এক্ষেত্রে। পাশাপাশি, বেতনও হবে আকর্ষণীয়। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে প্রার্থীদের সুবিধার্থে এই পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

শূন্যপদের নাম: জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, আপাতত ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে।

শূন্যপদের সংখ্যা: মোট শূন্যপদ রয়েছে ৫ টি

মাসিক বেতন: যোগ্য প্রার্থীরা চাকরি পাওয়ার পর প্রতি মাসে ১৭,০০০ টাকা বেতনবাবদ পাবেন।

আবেদনের ক্ষেত্রে বয়স: সংশ্লিষ্ট শূন্যপদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। যদিও, সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ের সুবিধা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: পদগুলিতে আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও, ল্যাবরেটরি টেকনিশিয়ানের কাজে অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অথবা ডিপ্লোমা (DMLT/BMLT ) অথবা B.sc থাকতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট প্রার্থীকে কম্পিউটারের কাজে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে।

আবেদন পদ্ধতি: আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে ডাক মারফত অথবা ই-মেলে অথবা সরাসরি সংশ্লিষ্ট জেলার আধিকারিকের কাছে আবেদন পত্র পাঠাতে হবে। এছাড়াও, আবেদন পত্রের খামের ওপর কোন পদের জন্য আবেদন করা হচ্ছে সেটি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তবে, মনে রাখতে হবে যে, প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এছাড়াও, আবেদনপত্রের লিঙ্ক প্রতিবেদনের নিচে দিয়ে দেওয়া হল।

প্রয়োজনীয় ডকুমেন্টস: আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর বয়সের প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র (যদি থাকে), শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড, আধার কার্ড এবং প্রয়োজনীয় শংসাপত্রের জেরক্স পাঠাতে হবে।

এই ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র: TO, THE CMOH & SECRETARY, DISTRICT HEALT & FAMILY WELFARE SAMITI, JHARGRAM।

ইন্টারভিউয়ের তারিখ: আগামী ৪ আগস্ট বেলা ১১ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত ইন্টারভিউ সম্পন্ন হবে।

ইন্টারভিউয়ের স্থান: OFFICE OF THE CHIEF MEDICAL OFFICER , JHARGRAM , ZILA SWASTHYA BHAWAN, JHARGRAM HOSPITAL COMPOUND।

এছাড়াও, বিস্তারিত তথ্য জানার জন্য ইচ্ছুক প্রার্থীরা নিম্নলিখিত লিঙ্কগুলিতে ক্লিক করতে পারেন।

JOB 1 1

অফিসিয়াল নোটিশ এবং আবেদনপত্রের লিঙ্ক: https://cdn.s3waas.gov.in/s3aeb3135b436aa55373822c010763dd54/uploads/2022/07/2022072179.pdf

অফিসিয়াল ওয়েবসাইট: https://jhargram.gov.in/

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর