ফের বিপুল কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল রেল! কিভাবে করবেন আবেদন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শিক্ষানবিশ নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পূর্ব-মধ্য রেলের তরফে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল প্রশিক্ষণ দিতে চলেছে ১,১৫৪ জনকে। ১ বছর ধরে চলবে এই প্রশিক্ষণ পর্ব। দানাপুর, ধানবাদ, দীনদয়াল উপাধ্যায়, শোনপুর, সমস্তিপুর, হরনাউত ডিভিশনে প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

রেলে কর্মী নিয়োগ (Recruitment)

ভারতীয় রেলে (Indian Railways) কাজ করার স্বপ্ন দেখেন লক্ষ লক্ষ যুবক-যুবতী। মাঝেমধ্যে ভারতীয় রেলের পক্ষ থেকে শিক্ষানবিশ নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তিও জারি করা হয়ে থাকে। এবার হাজারের অধিক প্রার্থীকে প্রশিক্ষণের সুযোগ করে দিচ্ছে পূর্ব-মধ্য রেল।

আরোও পড়ুন : কেউ বিটেক, কেউ এমকম! কলকাতায় ধৃত উত্তরপ্রদেশের দুষ্কৃতীরা উচ্চশিক্ষিত! জানাল লালবাজার

একাধিক ডিভিশনে প্রার্থীদের ১ বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হবে রেলের তরফে। আগামী দিনে চাকরি পাওয়ার ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই প্রশিক্ষণ। কোন কোন পদে নিয়োগ (Recruitment) হবে, আবেদনের ক্ষেত্রে যোগ্যতা কী লাগবে, আবেদন পদ্ধতি কী, এই সংক্রান্ত বিস্তারিত আমরা জেনে নেব আজকের প্রতিবেদনে।

আরোও পড়ুন : সরকারের বড় উদ্যোগ! হঠাৎ রাজ্যের স্কুলে বাড়তি ছুটি! শোরগোল বাংলায়

কোথায় প্রশিক্ষণ দেওয়া হবে : পূর্ব-মধ্য রেলের ডিভিশনে প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণের সময়সীমা : ১ বছর।

কোন কোন পদে প্রশিক্ষণ দেওয়া হবে : ফিটার, প্লাম্বার, ওয়াইন্ডার, মেকানিস্ট, কার্পেন্টার, ইলেক্ট্রনিক্স মেকানিক-সহ একাধিক ট্রেডে এই প্রশিক্ষণ দেওয়া হবে।

আবেদনের ক্ষেত্রে যোগ্যতা কী লাগবে : আবেদনকারীকে নূন্যতম দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। তার সাথে লাগবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) শংসাপত্র। ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট (এনটিসি) থাকলেও আবেদন জানানো যাবে।

Job Recruitment in Indian Railways

বয়সসীমা : ১৫ থেকে ২৪ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

নির্বাচন পদ্ধতি : দশম শ্রেণির পরীক্ষার নম্বর ও আইটিআই বা এনটিসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে প্রার্থীদের নির্বাচন করা হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত জানার জন্য উত্তর পূর্ব রেলের রেলওয়ে রিক্রুটমেন্ট সেল-এর ওয়েবসাইটে মূল বিজ্ঞপ্তিটি পড়ুন।

আবেদনের শেষ তারিখ : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X