বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরে কাজের সুযোগ আনল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ONGC Job) অর্থাৎ ওএনজিসি। প্রার্থীদের অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ongcindia.com – এ গিয়ে জানাতে হবে আবেদন। শূন্যপদের সংখ্যা, আবেদনের যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ইত্যাদি নিয়োগ (Recruitment) সংক্রান্ত বিষয় সম্পর্কে জেনে নিন আজকের প্রতিবেদনে।
চাকরির সুযোগ (Recruitment) দিচ্ছে ONGC
মোট শূন্য পদের সংখ্যা : বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১০৮টি শূন্য পদে নিয়োগ (Recruitment) করা হবে। পদ অনুযায়ী শূন্য পদের সংখ্যা ভিন্ন। জিওলজিস্ট- ৫টি শূন্যপদ। জিওফিজিসিস্ট (সারফেস)- ৩টি শূন্যপদ। জিওফিজিসিস্ট (ওয়েলস)- ২টি শূন্যপদ। AEE(Production)- মেকানিক্যাল- ১১টি শূন্যপদ। AEE(Production)- পেট্রোলিয়াম- ১৯টি শূন্যপদ। AEE(Production)- কেমিক্যাল- ২৩টি শূন্যপদ। AEE(Drilling)- পেট্রোলিয়াম- ৬টি শূন্যপদ। AEE(Drilling)- মেকানিক্যাল- ২৩টি শূন্যপদ। AEE (Mechanical)- ৬টি শূন্যপদ। AEE (Electrical)- ১০টি শূন্যপদ।
যোগ্যতা : পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও বয়সের মাপকাঠি ভিন্ন। বিস্তারিত জানতে ভিজিট করুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।
নির্বাচন পদ্ধতি : কম্পিউটার ভিক্তিক অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাধারণ জ্ঞান, পছন্দের বিষয়, ইংরেজি ভাষা এবং অ্যাপ্টিটিউট টেস্ট – এই চারটি বিভাগে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে ডাকা হবে ইন্টারভিউ রাউন্ডে। তারপর হবে একটি গ্রুপ ডিসকাশন রাউন্ড।
আরোও পড়ুন : বিপাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ! হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট, কোন মামলায়
আবেদনের সময়সীমা : ২৪ জানুয়ারি পর্যন্ত আবেদন জানাতে পারবেন প্রার্থীরা।
আবেদন মূল্য : জেনারেল, ইকোনমিকালি উইকার সেকশন এবং ওবিসি ক্যাটেগরির প্রার্থীদের ১০০০ টাকা আবেদন মূল্য দিতে হবে। আবেদন মূল্য লাগবে না তফিশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষম আবেদনকারীদের। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিতে ভিজিট করতে পারেন ongcindia.com – এ।