বিষের বোতল নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে মিছিল চাকরিপ্রার্থীদের! ধুন্ধুমার কালীঘাটে

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে বেকার সমস্যা একটি বড় সমস্যা হয়ে উঠে এসেছে। বিগত কয়েক বছর ধরে টেট না হওয়া এবং টেট পাশ করা পরীক্ষার্থীদের চাকরি না দেওয়ায় বরাবরই রাজ্যের বিরোধী দলগুলোর নিশানায় এসেছে সরকার। অন্যদিকে, চাকরি প্রার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের জেরে নাজেহাল খোদ মুখ্যমন্ত্রী। যদিও তিনি একুশের নির্বাচনী প্রচারে বাংলায় বিপুল কর্মসংস্থানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আশ্বাসই সাড়! এখনো চাকরি নিয়ে কোনও সুরাহা হয়নি।

আর এরই মধ্যে হুলস্থূল কাণ্ড বেঁধে গেল খাস কলকাতায়। বৃহস্পতিবার হাজরা মোড়ে বিভিন্ন দাবি নিয়ে চলছিল বিক্ষোভ। আর সেই দাবি নিয়ে কালীঘাটের দিকে অগ্রসর হন শারীর শিক্ষা ও কর্মশিক্ষার পরীক্ষার্থীরা। যদিও, তাঁদের সেই মুহূর্তেই গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ধর্মতলায় ধরনায় বসেছিলেন পরীক্ষার্থীরা। এরপর রাত ৯টা নাগাদ তাঁরা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে অগ্রসর হয় তাঁরা। যদিও, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হওয়ার কারণে তাঁদের অভিযান সফল হয়নি। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হল, তাঁদের সবার হাতেই ছিল বিষের বোতল। পুলিশ তা টের পেতেই সেগুলো কেড়ে নেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির কারণে একজন জ্ঞানও হারান। তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে পাঠানো হয়।

বলে দিই, এই প্রথম না যে বিশ্বের বোতল হাতে নিয়ে বাংলায় এমন আন্দোলন দেখা গেল। এর আগে গত বছরই বদলির বিরুদ্ধে বিকাশ ভবনের সামনে প্রতিবাদ দেখানো শিক্ষিকারা প্রকাশ্যে বিষপান করেন। যার জেরে চারিদিকে হুলস্থূল কাণ্ড বেঁধে যায়। রাজ্যের শিক্ষামন্ত্রী তাঁদের বিজেপির ক্যাডার বলেও আক্রমণ করেছিলেন। যদিও, পরে সেই বিষপান করা শিক্ষিকারা তৃণমূলে যোগ দেন এবং তাঁদের বদলিও রদ করে দেওয়া হয়।


Koushik Dutta

সম্পর্কিত খবর