চাকরির খবর: রেলে চাকরীর সুযোগ, দেখে নিন বিস্তারিত

 

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষার নিয়ম ও সংস্থা থেকে টেন্ডার নেওয়া হয়েছে। খুব শীঘ্রই ঘোষণা করা হবে পরীক্ষার তারিখ।তবে যতদূর সম্ভব ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির  আগে পরীক্ষা হচ্ছে না।

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেস টেস্ট শারীরিক সক্ষমতার পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন করবে। পরীক্ষার প্রশ্নপত্রে ১০০ টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে।অংক ও জেনারেল সাইন্সে থাকবে ২৫ করে নম্বর। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং পরীক্ষা হবে ৩০ নম্বরে। এবং জেনারেল এওয়ারনেস এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর পরীক্ষা হবে ২০ নম্বরে।মোট সময় দেড় ঘণ্টা।

RPSC Exam 2015 Admit Card Released Check Your Exam Dates Here 1523681443 2

কলকাতায় রাঁচি রেল রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে প্রশ্ন হবে বাংলায়। পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। তিনটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত ১ নম্বর কাটা যাবে। পরীক্ষার ই কল ডাউনলোড করা যাবে ওয়েবসাইট থেকেই।

সম্পর্কিত খবর