মিলবে মোটা অঙ্কের বেতন! এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় নিয়োগের জন্য জারি বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির সুযোগ (Recruitment)। ইতিমধ্যেই এই প্রসঙ্গে জারি হয়েছে বিজ্ঞপ্তিও। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে (Power Grid Corporation of India Limited) বিভিন্ন পদে দক্ষ এবং অভিজ্ঞ পেশাদার নিয়োগের জন্য জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্যও উপস্থাপিত করছি।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির সুযোগ (Recruitment):

শূন্যপদের বিবরণ: জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, আপাতত ওই সংস্থায় জুনিয়র ইঞ্জিনিয়ার (সার্ভে ইঞ্জিনিয়ারিং), সার্ভেয়ার এবং ড্রাফটসম্যান পদে নিয়োগ প্রক্রিয়া (Recruitment) সম্পন্ন হবে।

শূন্যপদের সংখ্যা: এক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা হল ৩৮।

কোথায় হবে পোস্টিং: জানা গিয়েছে যে, দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমাঞ্চলে সংস্থার বিভিন্ন প্রকল্পে মিলবে কাজের সুযোগ। এক্ষেত্রেও পূর্বাঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গেও পোস্টিং (Recruitment) হতে পারে নিযুক্তদের।

বয়স: প্রসঙ্গত উল্লেখ্য যে, জুনিয়র ইঞ্জিনিয়ার (সার্ভে ইঞ্জিনিয়ারিং) এবং সার্ভেয়ার পদের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩১ বছরের মধ্যে। পাশাপাশি, ড্রাফটসম্যান পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স থাকতে হবে ১৮ থেকে ৩১ বছরের মধ্যে। তবে, সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় মিলবে।

Job update Notification issued for recruitment in this organization.

বেতনের পরিমাণ: জুনিয়র ইঞ্জিনিয়ার (সার্ভে ইঞ্জিনিয়ারিং) ও সার্ভেয়ার পদের ক্ষেত্রে মাসিক বেতনের পরিমাণ হল ২৬,০০০ টাকা থেকে ১,১৮,০০০ টাকা। পাশাপাশি, ড্রাফটসম্যান পদের ক্ষেত্রে মাসিক বেতনের পরিমাণ ২২,০০০ থেকে ৮৫,০০০ টাকা।

প্রয়োজনীয় শর্ত: জানিয়ে রাখি যে, উল্লিখিত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার পৃথক পৃথক মাপকাঠি রয়েছে। যেটি মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে। তাই, আবেদনের আগে ওই বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে নিতে হবে প্রার্থীদের। বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইটেই রয়েছে।

আরও পড়ুন: ১০ লক্ষ মাইল প্রতি ঘন্টা! মহাবিশ্বে ভয়ঙ্কর গতিতে ছুটছে এই রহস্যময় বস্তু, ঘুম উড়ল NASA-র বিজ্ঞানীদের

কিভাবে করবেন আবেদন: আবেদনে ইচ্ছুক প্রার্থীদের সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নথি সহ অনলাইনে আবেদন জানাতে হবে।

আবেদন ফি: জুনিয়র ইঞ্জিনিয়ার (সার্ভে ইঞ্জিনিয়ারিং) ও সার্ভেয়ার পদের জন্য আবেদন ফির পরিমাণ হল ৩০০ টাকা। পাশাপাশি, ড্রাফটসম্যান পদের ক্ষেত্রে আবেদন ফি-র পরিমাণ হল ২০০ টাকা। তবে, সংরক্ষিত প্রার্থীরা আবেদন ফি-র ক্ষেত্রে ছাড় পাবেন।

আরও পড়ুন: এবার বিরাট ধামাকা Reliance-এর! এই সেক্টরে হচ্ছে ১,০০০ কোটির বিনিয়োগ, সবাইকে চমকে দিলেন আম্বানি

নিয়োগ পদ্ধতি: জানিয়ে রাখি যে, সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। সেই ফলাফলের ভিত্তিতেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া (Recruitment)।

আবেদনের শেষ দিন: এক্ষেত্রে আগামী ২৯ অগাস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর