মিস করবেন না! এবার দুর্দান্ত বেতনের চাকরির সুযোগ এই কেন্দ্রীয় সংস্থায়, জারি হল বিজ্ঞপ্তি

বাংলাহান্ট ডেস্ক : চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। সম্প্রতি কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা গেইল ইন্ডিয়া লিমিটেড। এই মর্মে সোমবার সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে একটি বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিযুক্ত প্রার্থীদের কাজের (Job) সুযোগ করে দেওয়া হবে সংস্থার বিভিন্ন ক্ষেত্রে। গত সোমবার থেকে অনলাইনে শুরু হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মী নিয়োগ (Recruitment)

রাষ্ট্রায়ত্ত এই সংস্থা একাধিক পদে নিয়োগ (Recruitment) করতে চলেছে কর্মী। ১ বছর ধরে নিযুক্ত প্রার্থীদের দেওয়া হবে প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে দেশের (India) বিভিন্ন প্রান্তে স্থায়ীভাবে কাজের সুযোগ পাবেন প্রার্থীরা। কোন কোন পদে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা, মোট শূন্য পদের সংখ্যা কত, আবেদনকারীর কী কী যোগ্যতা প্রয়োজন, এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।

আরোও পড়ুন : পাত্তা পেলনা “বিতর্ক”, অস্থির পরিস্থিতিতেও বিয়ের ধুম ভারত-বাংলাদেশের নাগরিকদের মধ্যে

নিয়োগকারী সংস্থা : গেইল ইন্ডিয়া লিমিটেড।

কোন কোন পদে নিয়োগ করা হবে : বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থায় এগজ়িকিউটিভ ট্রেনি বা শিক্ষানবিশ পদে কেমিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল-সহ অন্য ক্ষেত্রে আবেদন জানানো যাবে।

মোট শূন্য পদের সংখ্যা : ৭৩ জন প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে বিভিন্ন পদের জন্য।

বয়সের ঊর্ধ্বসীমা : সর্বোচ্চ ২৬ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তবে বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা।

আরোও পড়ুন : ৪০ দিনের মাথায় ফাঁসির সাজা! বড়তলার শিশুকে যৌন নির্যাতনের ঘটনা ‘বিরলতম’ বলল আদালত

বেতনক্রম : সংস্থায় নিযুক্ত প্রার্থীদের বেতনক্রম থাকবে মাসিক ৬০,০০০-১,৮০,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড পাওয়ার/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে নূন্যতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতক উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এগজ়িকিউটিভ ট্রেনি (ইলেক্ট্রিক্যাল) পদে। অন্যান্য পদে যোগ্যতার মাপকাঠি ভিন্ন। যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত জানার জন্য মূল বিজ্ঞপ্তি পড়ুন।

Job vacancy and recruitment for this organisation

নিয়োগ পদ্ধতি : সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে চলতি বছরে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট)-এ প্রার্থীর প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে।

আবেদন পদ্ধতি : সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনে আবেদন জানাতে হবে প্রার্থীদের। আবেদন জানানোর সময় উল্লেখ করতে হবে গেট-রেজিস্ট্রেশন নম্বর।

আবেদনের শেষ তারিখ : ১৮ ই মার্চ, ২০২৫।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর