চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ! একবার চাকরি পেলেই মাস গেলে হাতে আসবে মোটা মাইনে

Published On:

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ! বিশেষ করে যে বা যারা গবেষণা সংক্রান্ত কাজে আগ্রহী তাদের জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে (IIT Kharagpur) রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের বিরাট সুযোগ। শুধু গবেষণার কাজই নয় সেইসাথে মাস গেলে হাতে আসবে মোটা টাকাও। সম্প্রতি এই মর্মেই এই শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।

আইআইটি খড়্গপুরে (IIT Kharagpur) চাকরির সুযোগ

খড়্গপুর আইআইটির (IIT Kharagpur) সেই বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছে অ্যাকাউন্টস অফিসার নেওয়া হবে। জানা যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানের তরফেই ডিআরডিও ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া সেন্টার অফ এক্সিলেন্স-এ কর্মী নিয়োগ করা হবে। তবে এখানে বলে রাখি এই নিয়োগ কিন্তু শুধুমাত্র ৩৬ মাসের জন্য। জানা যাচ্ছে, বিশেষ প্রজেক্টের কাজের জন্যই এই নিয়োগ করা হবে।

জানা যাচ্ছে,এই প্রজেক্টটি স্পনসর করছে নিউ দিল্লির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। যোগ্য প্রার্থীরা প্রতি মাস গেলে বেতন হিসাবে পাবেন ৪৪,৯০০। তবে এক্ষেত্রে প্রার্থীর বয়স হতে ৩৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য এক্ষেত্রে বয়সের বিশেষ ছাড় রয়েছে।

আরও পড়ুন: হুশ করে কমলো সোনার দাম! কলকাতায় এক ধাক্কায় কম ৪৬৫০ টাকা, জানুন আজকের রেট

তবে এই চাকরিতে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিকম পাশ করা জরুরি। পাশাপাশি এমবিএ ডিগ্রি থাকাও জরুরি। এছাড়াও যদি কিছু জানার থাকে তাহলে মূল বিজ্ঞপ্তিটিও এক ঝলক দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করার পদ্ধতি:

প্রথমে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে ওপেন করতে হবে। এরপর সেখান থেকে ‘হোমপেজ’-এ গিয়ে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকেই  যেতে হবে ‘টেমপোরারি পজিশন’-এ। এরপর সেখান থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নিয়ে সরাসরি ওই বিজ্ঞপ্তি থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। জানা যাচ্ছে, আগামী ৮ অগস্ট এই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। উলেখ্য এই সংক্রান্ত বিস্তারিত তথ্য সহ অন্যান্য শর্তাবলি  আইআইটি খড়্গপুরের ওয়েবসাইট থেকেও দেখে নেওয়া যেতে পারে।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X