মোদিকে দেখেই এগিয়ে এসে বুকে টেনে নিলেন বাইডেন! মার্কিন রাষ্ট্রপতির অভ্যর্থনা অবাক গোটা বিশ্ব

বাংলা হান্ট ডেস্ক : জি৭ বৈঠকে (G-7 Summit) যোগ দিতে জাপানে (Japan) গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। বৈঠকে উপস্থিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও (US President Joe Biden)। হিরোশিমায় অনুষ্ঠিত জি৭-র মঞ্চে মোদিকে দেখেই জড়িয়ে ধরলেন জো বাইডেন। দু’জনের মধ্যে কিছুক্ষণের জন্য আলাপ-আলোচনাও হয় বলে জানা যায়।

চারদিনের বিদেশ সফরে গতকালই জাপানের উদ্দেশে উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিরোশিমায় জি-৭ বৈঠকের পর পাপুয়া নিউ গিনি ও অস্ট্রেলিয়াতেও যাবেন বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে জাপানের সভাপতিত্বে অনুষ্ঠিত জি-৭ বৈঠকে যোগ দেন তিনি।

Prime Minister Modi's phone call to President Joe Biden for the first time

এই বৈঠকেই কুশল বিনিময় হল বাইডেন ও মোদীর মধ্যে। ভিডিয়োতে দেখা যায়, মোদীকে বসে থাকতে দেখে এগিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেনকে দেখে উঠে দাঁড়ান মোদিও। দু’জনে আলিঙ্গন করেন। দুই রাষ্ট্রনেতার মধ্যে কয়েক সেকেন্ডের জন্য কথাবার্তা বিনিময়ও হয়।

আগামী জুনেই দুই রাষ্ট্রনেতার সাক্ষাৎ হওয়ার কথা। আগামী ২১ জুন থেকে ২৪ জুন মার্কিন সফরে যাবেন মোদী।ওজ২২ জুন তাঁকে নৈশভোজের আমন্ত্রণও জানিয়েছেন বাইডেন। এই সাক্ষাতের আগেই জি-৭-র মঞ্চে দুই মোদী-বাইডেনের আলিঙ্গনের মুহূর্ত ধরা পড়ল। এদিকে আজ হিরোশিমাতে মোদিকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

জি-৭ বৈঠকের ফাঁকে দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও হয় এদিন। এই গোটা বিশ্বকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতের জি-২০ সভাপতিত্ব ও জাপানের জি-৭ সভাপতিত্বের ভূমিকা নিয়েও আলোচনা হয় বলে খবর। জাপান থেকে ভারতের প্রধানমন্ত্রী কী বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে গোটা আন্তর্জাতিক মহল। আর সেখানে গিয়ে একদিকে পাকিস্তান ও অন্যদিকে চিনের বিষয়ে মন্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


Sudipto

সম্পর্কিত খবর