আফগান সেনা লড়াই করতে চায় না, তাহলে আমেরিকা কেন তার ছেলেমেয়েদের যুদ্ধে পাঠাবেঃ বাইডেন

বাংলা হান্ট ডেস্কঃ মার্কিন সৈন্য বল আফগানিস্তান থেকে সরে যাওয়ার পরেই সেখানে তালিবানরা ফের একবার সক্রিয় হয়ে ওঠে। বর্তমানে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে স্থানে ক্ষমতা দখল করেছে তালিবান। কিন্তু শুরু থেকেই মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন তার এই সৈন্য সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে অনড়। এটি যে সঠিক সিদ্ধান্ত একথাও বারবার বলে আসছেন তিনি। আফগানিস্তান থেকে যে দৃশ্য সামনে আসছে তা দুঃসহ এবং দুঃখজনক কি কথা মাথায় রেখেও তিনি পরিষ্কার জানান, অনন্তকাল মার্কিন সেনা আফগানিস্তানে থাকতে পারেনা।

জো বাইডেন বলেন,”তুমি সম্পূর্ণভাবে আমার সিদ্ধান্তে অনড়। আমি বিগত কুড়ি বছর ধরে এটাই শিখেছি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার কোনও সঠিক সময় ছিল না। তাই এতদিন আমরা ওখানে ছিলাম, আমরা ঝুঁকি সম্পর্কে সম্পূর্ণ অবহিত। যা যা সম্ভাব্য পরিকল্পনা করা সম্ভব আমরা সব করেছি, আমি আমেরিকান জনতার সঙ্গে স্পষ্ট ভাষায় কথা বলব।” এদিন তিনি মেনে নেন যা ঘটেছে তা যে এত দ্রুত ঘটবে তা আমেরিকা বুঝতে পারেনি। কিন্তু তার মতে আফগান নেতারা দেশ ছেড়ে পালিয়ে যান এবং কার্যত পরাজয়ের আগেই পরাজয় স্বীকার করে নেন। এমনকি আফগান সৈন্যবাহিনীও লড়াইয়ের হার মেনে নেয়। তার স্পষ্ট বার্তা, আফগান সেনা বাহিনী যদি নিজেরা লড়াই করতে না চায়, তাহলে আমেরিকা কেন তার ছেলেমেয়েদের যুদ্ধে পাঠাবে?

বাইডেন আরও জানান, “বাহিনী প্রত্যাহারের সাথে সাথে তালিবানদের স্পষ্ট জানিয়ে দিয়েছি যদি আমাদের সেনা কিম্বা কর্মীদের ওপর হামলা করা হয়, বা অভিযানে বাধা দেওয়া হয়। তাহলে তার জোরালো জবাব দেওয়া হবে।” নিজের পুরনো কথারই পুনরুক্তি করে তিনি জানান, “আমরা এক হাজার বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছি। আমরা আফগান সেনাবাহিনীর প্রায় ৩ লক্ষ সৈন্যকে প্রশিক্ষণ দিয়েছি। তাদের বেতন ভার বহন করেছে। আমাদের ন্যাটো মিত্রবাহিনীর থেকেও অনেকক্ষেত্রেই অনেক বড় আফগান সেনাবাহিনী। আমরা তাদের বিমান বাহিনীর ব্যবস্থা করেছি যা তালিবানদের কাছে নেই। আমরা তাদের ভবিষ্যতের জন্য প্রতিটি সিদ্ধান্ত নিতে সাহায্য করেছি। কিন্তু আমরা তো তাদের মধ্যে ভবিষ্যতের জন্য লড়াইয়ের শক্তি জাগিয়ে দিতে পারিনা৷ সেটা তাদের নিজেদেরই করতে হবে।”

Joe Biden tweeted greetings on payla baisakh

বাইডেনের সাফ বার্তা, আফগান সেনা বল যদি তাদের মধ্যে স্বাধীনতার জন্য লড়াইয়ের শক্তি না জাগিয়ে তোলে তাহলে ১ বছর ৫ বছর বা ২০ বছর সৈন্য দিয়ে কিছু করা সম্ভব নয়। তবে আমেরিকা পরিষ্কার জানিয়েছে তাদের কর্মীদের ওপর কোনো রকম আক্রমণ নেমে এলে, ধ্বংসাত্বক শক্তি দিয়ে তার প্রতিরোধ করবে তারা। সাথে সাথেই বাইডেন এও বলেন, আমেরিকা অতীতের ভুল আর পুনরাবৃত্তি করবে না।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর